এক্সপ্লোর
Advertisement
গরুর চামড়ায় তৈরি ব্যাগ রাখায়, গোরক্ষকদের নিশানায় মুম্বইয়ের এক্সিকিউটিভ
মুম্বই: এবার গোরক্ষকদের নিশানায় মুম্বইয়ের এক এক্সিকিউটিভ। বরুণ কাশ্যপ, এক প্রযোজনা সংস্থার ক্রিয়েটিভ ডিরেক্টর। তাঁর অপরাধ তাঁর কাছে ছিল একটি চামড়ার তৈরি ব্যাগ। গোরক্ষকদের মনে হয়েছে ব্যাগটি গরুর চামড়া দিয়ে তৈরি। এই সন্দেহের বশেই প্রকাশ্য রাস্তায় তাঁকে হেনস্থা করা হয়।
সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার কথা বরুণ নিজের ফেসবুক পোস্টে সকলের সঙ্গে শেয়ার করেছেন। বরুণ একটি অটো করে যাচ্ছিলেন। তখনই হঠাত্ অটোর চালক তাঁকে প্রশ্ন করেন, তাঁর সঙ্গে যে ব্যাগটি রয়েছে সেটা কি গরুর চামড়ার তৈরি। এর উত্তরে বরুণ জানান, ব্যাগটি উটের চামড়া দিয়ে তৈরি। তিনি পুষ্করের মেলা থেকে কিনেছেন।
বরুণ জানিয়েছেন, অটোর চালক তাঁর দিকে অদ্ভূত দৃষ্টিতে দেখছিলেন। তারপর তাঁর বাড়ি কোথায় জানতে চান অটোচালক। তিনি অসমের বাসিন্দা জানাতে, ফের অটো চালক জিজ্ঞেস করেন, অসম কি বাংলাদেশের কাছে?
বরুণ জানান, এরপর অটো চালক, অটো চালাতে চালাতে, বলেন, তাঁদের মতো লোকের জন্যেই দেশে গোহত্যা বেড়ে গেছে। তারপর একটি মন্দিরের সামনে নিয়ে গিয়ে তিনজন লোক ডেকে বরুণকে হেনস্থা করা শুরু করেন অটো চালক। পরে তাঁর পদবি শুনে গোরক্ষকদের মনে হয়, তিনি ব্রাক্ষ্মণ, তাই ছেড়ে দেওয়া হয়। এরপর অম্বলি থানায় পৌঁছে ওই অটো চালক এবং স্বঘোষিত গোরক্ষকদের নামে এফআইআর দায়ের করেছেন মুম্বইয়ের এক্সিকিউটিভ বরুম কাশ্যপ। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement