এক্সপ্লোর
Advertisement
গাজিয়াবাদে স্কুলে সহপাঠীকে লক্ষ্য করে গুলি চালাল একাদশ শ্রেণীর ছাত্র
গাজিয়াবাদ: মার্কিন মুলুকের ছায়া এবার গাজিয়াবাদে। স্কুলে সহপাঠীর উপর বন্দুক নিয়ে হামলা ছাত্রের। গুলিবিদ্ধ ওই পড়ুয়া। গ্রেফতার হামলাকারী ছাত্র। উদ্ধার অস্ত্র। গাজিয়াবাদের গোবিন্দপুরমের দেহরাদূন পাবলিক স্কুলে এই ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টা নাগাদ টিফিনের সময়ে একাদশ শ্রেণির এক পড়ুয়া অন্য এক পড়ুয়াকে মারধর করে। এরপর তাকে লক্ষ্য করে গুলিও চালায়। কোমরে গুলি লাগে ওই ছাত্রের। এই ঘটনায় স্কুল চত্বরে হুড়োহুড়ি পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ ছাত্রকে। শেষপর্যন্ত তার শরীর থেকে গুলি বের করা সম্ভব হয়। আগ্নেয়াস্ত্র-সহ হামলাকারী ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রর সঙ্গে হামলাকারী পড়ুয়ার ভাইয়ের ঝগড়ার জেরেই এই ঘটনা।
আক্রান্ত ছাত্রর বাবা জানিয়েছেন, গুলি চালানোর শব্দ শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মীরা। তাঁরাই হামলাকারী ছাত্রকে ধরে ফেলেন এবং অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দেন।
কবি নগর থানার এক পুলিশ আধিকারিক বলেছেন, বন্দুক থেকে একটি মাত্র গুলি চালানো হয়েছিল। ঘটনাস্থল থেকে কার্তুজটি উদ্ধার করা হয়েছে। কীভাবে বন্দুক ওই ছাত্রটি হাতে পেল, তা জানতে তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement