এক্সপ্লোর
ইঞ্জিনিয়ার হতে চাননি, আইআইটি জেইই পাশ করেও আত্মহত্যা ছাত্রীর

কোটা (রাজস্থান): পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশায় ছাত্রছাত্রীদের আত্মহত্যার চরম পথ বেছে নেওয়া নতুন কিছু নয়। গাজিয়াবাদের কীর্তি ত্রিপাঠি কিন্তু হাঁটলেন ঠিক উল্টো পথে। পরীক্ষায় ফেল করে নয়, স্রেফ পাশ করার হতাশা সইতে না পেরেই তিনি ঝাঁপ দিলেন পাঁচতলার বারান্দা থেকে। গাজিয়াবাদের বাসিন্দা হলেও আইআইটি প্রবেশিকার জন্য প্রস্তুতি নিতে রাজস্থানের কোটায় এসে বাস করছিলেন ১৭ বছরের কীর্তি। বাবা মায়ের মধ্যে একজন পালা করে থাকতেন তাঁর সঙ্গে। বুধবার আইআইটি জেইই-র ফল বার হলে দেখা যায়, তিনি ভালভাবেই পাশ করেছেন। বৃহস্পতিবার কীর্তির বাবা জিমে ব্যায়াম করতে গেলে পাঁচতলার বারান্দা থেকে ঝাঁপ দেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ৫ পাতার সুইসাইড নোটে কীর্তি লিখেছেন, ইঞ্জিনিয়ারিং পড়ার তাঁর ইচ্ছে ছিল না। চেয়েছিলেন বিএসসি পাশ করে অ্যাস্ট্রোফিজিসিস্ট হতে। সেই ইচ্ছে সফল হওয়ার সম্ভাবনা না থাকায় তাঁর এই চূড়ান্ত পদক্ষেপ। কোটা থেকে প্রতি বছর মেডিক্যাল আর আইআইটি প্রবেশিকা পাশ করে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন সারা দেশের অসংখ্য ছেলেমেয়ে। কিন্তু চাপ সামলাতে না পেরে অনেকে বেছে নেন আত্মহত্যার পথ। পরীক্ষায় ভাল ফল করেও কোনও এক অন্তর্লীন চাপ সইতে না পেরে কীর্তিও হারিয়ে গেলেন সেই ভিড়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















