এক্সপ্লোর
Advertisement
বেঙ্গালুরুতে এ বছরের শেষ রাতেও কি শ্লীলতাহানি ঘটেছে? কেউ কেউ বলছেন, ঘটেছে, কোনও প্রমাণ নেই
বেঙ্গালুরু: গত বছর যেখানে বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানি ঘটেছিল বলে অভিযোগ, সেখানে কি এ বছর একই তারিখে একই ঘটনা ঘটেছে? কারও কারও দাবি, এক মহিলাকে কাঁদতে দেখেছেন তাঁরা। কিন্তু এ ব্যাপারে মুখ খোলেননি কেউ, পুলিশে অভিযোগ জমা পড়েনি একটাও, সিসিটিভিতে প্রমাণ নেই।
গত বছর ব্রিগেড রোড ও এমজি রোডের সংযোগস্থলে গণ শ্লীলতাহানি ঘটে বলে অভিযোগ। এ বছর নাকি সেই একই জায়গায় এক মহিলাকে কাঁদতে দেখা গিয়েছে। আজ সকাল থেকে এ খবরে শহরজুড়ে ফিসফাস। চলছে জল্পনা, গত বছরেরই মত কিছু এ বছরও ঘটেছে কিনা।
কিন্তু এই দাবির কোনও প্রমাণ নেই। পুলিশে এফআইআর দায়ের হয়নি। বেঙ্গালুরু পুলিশ ব্রিগেড রোড ও এমজি রোডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে, অস্বাভাবিক কিছু তাদের চোখে পড়েনি।
গত বছরের ঘটনা এড়াতে এ বছর বছরশেষের রাত পুলিশে পুলিশে মুড়ে দেওয়া হয় বেঙ্গালুরু। রাস্তানয় নামেন কম করে ১৫,০০০ পুলিশ কর্মী। এমজি রোড, ব্রিগেড রোড ও চার্চ স্ট্রিটে বসানো হয় সিসিটিভি ক্যামেরা, ব্যবহার করা হয় ড্রোন। পাব, বার, রেস্তোঁরা- সবর্ত্র চলে কড়া পুলিশি নজরদারি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
আন্তর্জাতিক
খবর
Advertisement