এক্সপ্লোর
Advertisement
রাত ১০টার পর নো পার্টি: পর্রীকরের নির্দেশে সকাল সকাল ঘুমোবে গোয়া
পানাজি: গোয়ার রাতভর উদ্দাম পার্টির দিন বোধহয় শেষ। রাজ্য সরকার কড়াভাবে জানিয়েছে, সব পার্টিই শেষ করতে হবে রাত ১০টার মধ্যে। মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর বলেছেন, নির্ধারিত সময়ের পর পার্টি করায় রাজ্যে আইনি নিষেধাজ্ঞা রয়েছে। সেই আইন এবার থেকে কঠোরভাবে পালন করা হবে।
এতে কোনওরকম বিতর্কের গন্ধ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
কিছুদিন ধরে বিদেশি নাগরিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় বারবার শিরোনামে এসেছে গোয়া। রাজ্যের জলসম্পদ মন্ত্রী বিনোদ পাল্যেকর সমুদ্র সৈকতে নিষিদ্ধ মাদকে ভরপুর রেভ পার্টির ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন। অভিযোগ করেছেন, গোয়ার বিখ্যাত উপকূল ড্রাগ কারবারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, এর ওপর কারও কোনও নিয়ন্ত্রণ নেই।
এ ধরনের পার্টি গোয়ান সংস্কৃতি বিরোধী বলে দাবি করে পুলিশ ঠিকমতো নিজেদের কাজ করছে না বলে অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেছেন, পাল্যেকরের এই লেট নাইট পার্টির দাবি অযৌক্তিক নয়, বিশেষত এ ব্যাপারে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা রয়েছে।
গোয়া পুলিশকে এ ধরনের ড্রাগ ব্যবসা ও লেট নাইট পার্টির বিরুদ্ধে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। রাতের অন্ধকারে নিষিদ্ধ কারবার বন্ধ করতে রাজপথের ধারে জমি দখল করে ওঠা ঝুপড়ি সরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
সাম্প্রতিককালে গোয়ায় একাধিকবার টার্গেট হয়েছেন মহিলা পর্যটকরা। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ কোনওমতেই বরদাস্ত করবে না তাঁর সরকার। এ ধরনের প্রতিটি অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে, তারপর নেওয়া হবে ব্যবস্থা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement