এক্সপ্লোর
অভব্য আচরণ, ‘সেলিব্রিটি’ মহিলা যাত্রীকে নামিয়ে দেওয়া হল বিমান থেকে
নয়াদিল্লি: অভব্য আচরণের জন্য মুম্বই থেকে লখনউগামী গোএয়ারের বিমানের এক মহিলা যাত্রীকে নামিয়ে দেওয়া হল। যদিও ওই যাত্রীর পরিচয় জানা যায়নি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে যে, তিনি নিজেকে 'সেলিব্রিটি' বলে দাবি করেন। উল্লেখ্য, সম্প্রতি বিমানে যাত্রীদের অভব্য আচরণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
এবার গো এয়ারের বিমানে যাত্রীর অভব্য আচরণের ঘটনা ঘটল। জানা গেছে, গোএয়ারের জি৮ ৩৮৭ বিমানের ওই মহিলা যাত্রীকে উড়ান শুরুর আগের মুহূর্তে নামিয়ে দেওয়া হয়।
বেসরকারি ওই বিমান পরিবহণ সংস্থার পক্ষ থেকে এজন্য ওই যাত্রীর অভব্য আচরণের কারণ দেখানো হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, বোর্ডিংয়ের সময় এরোব্রিজের কাছে অন্য এক যাত্রীর গায়ে ব্যাগ ছুঁড়ে দেন ওই মহিলা যাত্রী। এরপর সামনের এক যাত্রীকে ধাক্কা মেরে বিমানে ওঠেন তিনি। বিমানের কর্মীদের কাছে যাত্রীরা ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ জানান। কর্মীরা ওই মহিলাকে শান্ত করার চেষ্টাও করেন। কিন্তু ওই মহিলা গোএয়ারের কর্মীদের কুমন্তব্য করেন। এরপর পাইলট ওই মহিলা যাত্রীকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
দীর্ঘক্ষণ বোঝানোর পর ওই মহিলা বিমান থেকে নামতে রাজি হন। পরের বিমানে তাঁর যাত্রার ব্যবস্থা করা হয় বলে বিমান পরিবহণ সংস্থা জানিয়েছে। সিআইএসএফ-কে ঘটনাচি জানানো হয়।
উল্লেখ্য, গতমাসে এক যাত্রীর অভব্য আচরণের জন্য দুবাই থেকে কোঝিকোড়গামী ইন্ডিগোর একটি বিমান মুম্বইয়ে জরুরী অবতরণ করে। সেখানে ওই যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement