এক্সপ্লোর
জিএসটি-র হার হ্রাসের প্রস্তাব, কমতে পারে এসি রেস্তোরাঁয় খাওয়ার খরচ

নয়াদিল্লি: পণ্য-পরিষেবা কর বা জিএসটি-র বোঝা আরও কমিয়ে আনার পক্ষে রায় সওয়াল বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সম্মিলিত কমিটি (জিওএম)। রবিবারের বৈঠকে উৎপাদনকারী ও রেস্তোরাঁর ক্ষেত্রে কম্পোজিশন প্রকল্পে করের হার ১ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে ১ কোটি টাকার বেশি ব্যবসার ক্ষেত্রে এই হার যথাক্রমে ২ ও ৫%। ব্যবসায়ীদের ক্ষেত্রে ওই হার ১ শতাংশ। ব্যবসায়ীরা এই প্রকল্প বেছে নিলে তাঁদের বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে কমিটি। অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ববর্মার নেতৃত্বে বৈঠকে কমিটি করের ক্ষেত্রে নন-এসি ও এসি রেস্তোরাঁর পার্থক্য অবসানের কথাও বলা হয়েছে। কমিটির প্রস্তাব ওই হার নামিয়ে আনতে হবে ১২ শতাংশে। এখন এসি রেস্তোরাঁর জন্য তা ১৮ শতাংশ, অন্যত্র ১২ শতাংশ। যে-সব হোটেলে ঘর ভাড়া দিনে ৭৫০০ টাকার বেশি, তাদের উপর সমান ১৮% কর বসাতে বলেছে তারা। পাঁচ তারা হোটেলের জন্য আলাদা ২৮ শতাংশ হার তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিলের বৈঠক আগামী ১০ নভেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অর্থমন্ত্রীদের সম্মিলিত কমিটির সুপারিশ নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















