এক্সপ্লোর
Advertisement
ভারতে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গুগল, মোদির সঙ্গে আলোচনার পর ঘোষণা পিচাইয়ের
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় সুন্দর পিচাইয়ের৷
নয়াদিল্লি: ডিজিটাল ভারত গড়তে এ দেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল। বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) সুন্দর পিচাই এই ঘোষণা করলেন৷ ডিজিটাল ভারত গড়তে আগামী ৫ থেকে ৭ বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে গুগল। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৭৫ হাজার কোটি টাকা৷
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় সুন্দর পিচাইয়ের৷ সুন্দর বলেছেন, 'আমরা ইক্যুইটি ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ ও অপারেশনাল, ইনফ্রাস্ট্রাকচার ও ইকোসিস্টেম ইনভেস্টমেন্ট -সহ বিবিধ ক্ষেত্রে বিনিয়োগ করব৷' সোমবার ট্যুইট করে বিষয়টা জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী জানান, গুগল-এর সিইও-র সঙ্গে দুর্দান্ত আলোচনা হয়েছে৷ ভারতের কৃষক ও উদ্যোগপতিদের জন্য কীভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায়, করোনা ভাইরাস অতিমারী-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে৷
ভারতে বিনিয়োগের ক্ষেত্রে ৪টি ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে গুগল৷ প্রথমত, প্রত্যেক ভারতীয় তাঁদের নিজস্ব ভাষায় যাতে তথ্য পেতে পারেন। দ্বিতীয়ত, নতুন পণ্য ও পরিষেবা তৈরি৷ তৃতীয়ত, ব্যবসা ক্ষেত্রে ক্ষমতায়ন৷ চতুর্থত, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির মতো ক্ষেত্রের উন্নয়নে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। পিচাই গোটা উদ্যোগের সাফল্য নিয়ে আশাবাদী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement