এক্সপ্লোর
অক্সিজেনের অভাবে গোরক্ষপুরের হাসপাতালে কারও মৃত্যু হয়নি, দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের

লখনউ: গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার জেরে শিশুমৃত্যুর অভিযোগ উঠলেও, এই দাবি খারিজ করে দিল কেন্দ্রীয় সরকারের তদন্তকারী দল। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে রিপোর্ট দিয়েছেন তদন্তকারীরা। এই দলের অন্যতম সদস্য চিকিৎসক হরিশ চেল্লানি বলেছেন, ‘আমরা যে তথ্য পেয়েছি, তাতে অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি বলেই জানা গিয়েছে। তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার এই সময় মৃত্যুর হার কম।’ শনিবার গোরক্ষপুরের ওই হাসপাতালে শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্তকারী দল পাঠায় কেন্দ্র। সোমবার প্রাথমিক রিপোর্ট জমা দেন তদন্তকারীরা। আজ চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও তিন সদস্যের একটি তদন্তকারী দল পাঠিয়েছে। এই দল বৃহস্পতিবার রিপোর্ট দেবে বলে জানা গিয়েছে। এদিকে, উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ দাবি বলেছেন, অক্সিজেনের অভাবে যদি কারও মৃত্যু হয়, তাহলে সেটা জঘন্য কাজ হবে। এক্ষেত্রে কোনও শিথিলতা অপরাধ। মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি এই ঘটনার তদন্ত করছে। আর্থিক লেনদেন, অক্সিজেন সরবরাহকারী সংস্থাকে টাকা না দেওয়ায় কমিশন দাবি করা সহ সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুযায়ী, মেডিক্যাল কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















