এক্সপ্লোর
Advertisement
'হিন্দুস্থান’ হিন্দুদের দেশ, তবে অন্যদেরও, বললেন ভাগবত
ইন্দোর: ‘হিন্দুস্থান’ হিন্দুদের দেশ। কিন্তু তার মানে এই নয় যে, এই দেশ ‘অন্যদের’ নয়। এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
সঙ্ঘের কলেজ পড়ুয়া স্বেচ্ছাসেবকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ভাগবত দাবি করেছেন, সরকারের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। এজন্য সমাজেও বদল আনার প্রয়োজন।
ভাগবত বলেছেন, ‘জার্মানি কাদের দেশ?.. জার্মানদের দেশ, ব্রিটেন ব্রিটিশদের, আমেরিকা আমেরিকানদের। তেমনভাবেই হিন্দুস্থান হিন্দুদের দেশ। কিন্তু তার মানে এই নয় যে, এই দেশ অন্যদের নয়’।
আরএসএস প্রধান বলেছেন, ‘ভারত মাতার সমস্ত সন্তান, ভারতীয় পূর্বপুরুষদের উত্তরপুরুষ, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী বসবাস করেন, তাঁদের সবার ক্ষেত্রেই হিন্দু কথাটি প্রযোজ্য’।
ভাগবত আরও বলেছেন, ‘কোনও একটি দল বা একজন নেতা দেশকে মহান করে তুলতে পারে না। এজন্য পরিবর্তনের প্রয়োজন। এজন্য সমাজকে প্রস্তুত করে তুলতে হবে।
আরএসএস প্রধানের দাবি, প্রাচীন কালে লোকজন উন্নয়নের জন্য ভগবানের দিকে তাকিয়ে থাকতেন। কিন্তু কলিযুগে লোকজন সরকারের দিকে তাকিয়ে থাকেন.. কিন্তু বাস্তব হল সমাজ যতটা এগোতে পারে, সরকার ঠিক ততটাই যেতে পারে। সমাজই সরকারের জনক। সরকার সমাজের সেবা করতে পারে। কিন্তু সমাজে বদল আনতে পারে না। যখন সমাজ নিজের মধ্যে বদল আনে, তখন তার প্রতিফলন ঘটে সরকার ও সমগ্র ব্যবস্থায়’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement