এক্সপ্লোর
অভিন্ন দেওয়ানি বিধি: আইন কমিশনকে খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলল সরকার

নয়াদিল্লি: আইন কমিশনকে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়টি খতিয়ে দেখতে বলল সরকার। কমিশনের কাছে এ ব্যাপারে রিপোর্ট চেয়েছে আইন মন্ত্রক। প্রসঙ্গত, আইনি বিষয়ে সংস্কারের সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়েছে কমিশনকে। জানা গিয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি অর্থাত সব ধর্মের মানুষের জন্য এক আইন চালু করা হলে তার কী প্রতিক্রিয়া হতে পারে, তা খতিয়ে দেখতে বলা হয়েছে আইন কমিশনকে। ঘটনা হল, এই প্রথম আইন কমিশনকে অভিন্ন দেওয়ানি বিধির ব্যাপারে পর্যালোচনা করতে বলল দেশের কোনও সরকার। এজন্য আইন মন্ত্রকের পক্ষ থেকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত মামলার ওপর যাবতীয় নথিপত্র কমিশনকে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বলবীর সিংহ চৌহানের নেতৃত্বাধীন আইন কমিশন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে এ বিষয়ে রিপোর্ট জমা দেবে। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে অভিন্ন দেওয়ানি বিধির বিষয়টি নিয়ে নাড়াচাড়া শুরু হলে বিতর্ক মাথাচাড়া দিতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে দেশে সম্পত্তি, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকারের মতো ক্ষেত্রে হিন্দু ও মুসলিমদের জন্য পৃথক আইন রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সব ধর্ম, সম্প্রদায়ের মানুষকেই একই আইন মানতে হবে। নানা মহলের অভিযোগ, পৃথক ধর্মীয় বিধি থাকার ফলে এর অপব্যবহার হচ্ছে। তিন তালাক প্রথার মাধ্যমে একতরফা স্ত্রীকে ডিভোর্স দেয় মুসলিম পুরুষ। তিন তালাক-এর সাংবিধানিক বৈধতার প্রশ্নটি সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই উঠেছে। শীর্ষ আদালত এ প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আগে জনসাধারণের মধ্যে, আদালতে বিস্তারিত বিতর্কের পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় আইনমন্ত্রী সদানন্দ গৌড়ও এ নিয়ে ঐকমত্য গড়তে বিভিন্ন পার্সোনাল ল বোর্ড ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।। তিনি বলেছেন, একদিনেই সিদ্ধান্ত হবে না। সংবিধানের মুখবন্ধ ও ৪৪ অনুচ্ছেদেও বলা আছে যে, অভিন্ন দেওয়ানি বিধি থাকা উচিত। তবে এ নিয়ে বৃহত্তর আলোচনা চাই। ঘটনাচক্রে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথাটি রয়েছে বিজেপির নির্বাচনী ইস্তাহারেও রয়েছে। কিন্তু ১৯৯৮, ১৯৯৯-এ ক্ষমতায় থাকাকালে, বর্তমানে নরেন্দ্র মোদীর আমলেও বিষয়টি ঠান্ডাঘরেই রেখে দিয়েছিল এতদিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















