এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরে পাথর মারা যুবকদের মোকাবিলায় হাজার মহিলার পুলিশ ব্যাটালিয়ন
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে পাথর ছোড়া জনতাকে সামলাতে হাজারখানেক মহিলাকে পুলিশ ব্যাটালিয়নে অন্তর্ভুক্ত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পাঁচটি ইন্ডিয়া রিজার্ভড ব্যাটালিয়ন (আইআরবি) তৈরির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। তারই একটিতে নেওয়া হবে মহিলা পুলিশকর্মীদের।
৫টি আইআরবি-তে ৫ হাজার চাকরির জন্য ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর থেকে ১ লক্ষ ৪০ হাজার আবেদন জমা পড়েছে, এর মধ্যে ৪০ শতাংশ শুধু কাশ্মীরেরই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, মহিলা পুলিশকর্মীরা প্রাথমিক ভাবে কাশ্মীর উপত্যকায় পাথর মারার মোকাবিলা করবেন, অন্যান্য আইনশৃঙ্খলাজনিত দায়িত্ব সামলাবেন। পুলিশ ব্যাটালিয়নে যোগদানে ব্যাপক সাড়া মিলছে, একটি পদ পিছু প্রায় ৩০টি করে আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন মন্ত্রকের জনৈক কর্তা।
২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের জন্য ৮০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছিলেন। তা নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের পৌরহিত্যে যে বৈঠক হয়, সেখানে পুলিশ ব্যাটালিয়নে যোগদানে উত্সাহের বিষয়টি ওঠে। স্থানীয় যুবকদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে আইআরবি-গুলি। নয়া বাহিনীতে ৬০ শতাংশ পদ পূরণ করা হবে জম্মু ও কাশ্মীরের সীমান্ত জেলাগুলির বেকার যুবকদের দিয়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement