Kolkata Fire : শহরে ফের অগ্নিকাণ্ড, বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা
Topsia Fire Breakout : প্রচুর সংখ্যক মানুষ জমায়ের করেছে ঘটনাস্থলের কাছে। এই পরিস্থিতিতে রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।

কলকাতা : শহরে ফের অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। আধ ঘণ্টা আগে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন আসার কথা থাকলেও, প্রাথমিকভাবে তা দেখা যায়নি। এদিকে, আগুনে ক্রমাগত কিছু না কিছু ফাটার আওয়াজ শোনা যাচ্ছে। অনেকের বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে। তারই ফাটার আওয়াজ বলে অনুমান করা হচ্ছে।
তপসিয়ায় ঝুপড়িতে এখন কার্যত দাউ দাউ করে জ্বলছে একের পর এক ঝুড়ি। ভস্মীভূত একের পর এক বাড়ি, দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রগতি ময়দান থানার পুলিশ। তবে সবথেকে আতঙ্কের বিষয় হল, শিশুদের আটকে থাকার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরে আগুন। তা নিয়ন্ত্রণে আনায় এখন সবথেকে বড় চ্যালেঞ্জ দমকলকর্মীদের কাছে। কারণ, একদিকে দাহ্য পদার্থ, তার সঙ্গে শুষ্ক আবহাওয়া। যার জেরে আগুনের লেলিহান শিখা তীব্রতর হচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ জমায়েত করেছে ঘটনাস্থলের কাছে। এই পরিস্থিতিতে রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।
সব হারিয়ে হাহাকার ঝুপড়ির বাসিন্দাদের। তাঁরা ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, মাত্র ১০০ মিটার দূরে দমকলের অফিস। তা সত্ত্বেও, ঘটনাস্থলে আসতে দমকলের সময় লাগল আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিট মতো। শুধু তা-ই নয়, প্রথমবার যখন দমকল এল, তখন তাদের কাছে বড় পাইপ ছিল না। তা থাকলে বা আরও আগে এলে অনেক কিছু রক্ষা করা যেত বলে বক্তব্য তাঁদের। সব হারিয়ে তাঁদের চোখে এখন জল। ২০০-র বেশি ঝুপড়ি পুড়ে ছাই বলে দাবি স্থানীয়দের।
মাসখানেক আগেই অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। তারও ঠিক পাঁচ মাস আগে এই মলের ফুড কোর্টে আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল। তারপর কয়েকদিন মল বন্ধও রাখা হয়েছিল। এরপর মাত্র মাস পাঁচেকের মধ্যেই আবারও মলে আগুন লাগে। এবারও উৎসস্থল ছিল ফুডকোর্ট। কসবার অ্যাক্রোপলিস মলের চারতলায় ফুড কোর্টের একটি কাউন্টার থেকে আগুন ছড়ায় । আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন ফুড কোর্টের কর্মীরা। ওই বহুতলেই রয়েছে বিভিন্ন সংস্থার অফিস। আতঙ্ক ছড়ায় সেখানেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
