এক্সপ্লোর
Advertisement
অগুস্তা ওয়েস্টল্যান্ড কাণ্ড নিয়ে সিবিআই রিপোর্ট চাইবে কেন্দ্র, কালো তালিকাভুক্ত করা হবে সংশ্লিষ্ট সংস্থাকে
নয়াদিল্লি: ভিভিআইপি চপার কেলেঙ্কারির মুখ্য অভিযুক্ত অগুস্তা ওয়েস্টল্যান্ড সংস্থাকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সরকার জানিয়েছে, ওই চপার চুক্তি নিয়ে সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট চাইবে তারা। ব্ল্যাকলিস্টেড করা হবে অগুস্তা ওয়েস্টল্যান্ড ও তার পেরেন্ট কোম্পানি ফিনমেকানিকাকে।
বুধবারই কংগ্রেস প্রশ্ন তোলে, দু’বছর ধরে ক্ষমতায় থাকা সত্ত্বেও অগুস্তা ওয়েস্টল্যান্ড কাণ্ড নিয়ে কেন তদন্ত করেনি নরেন্দ্র মোদী সরকার? তাদের আরও অভিযোগ, ইউপিএ আমলেই নাকি ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয় কিন্তু মোদী সরকার সেই তালিকা থেকে অব্যাহতি দেয় নেয় তাদের। এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে কেন্দ্র দাবি করেছে, মনমোহন সিংহ জমানায় অগুস্তা ওয়েস্টল্যান্ড ঘুষকাণ্ড প্রকাশ্যে আসা সত্বেও সংশ্লিষ্ট সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কোনও ব্যবস্থাই তারা করেনি। যেটুকু যা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তাও গত লোকসভা ভোটের ঠিক আগে। এ দেশের সঙ্গে অগুস্তা ওয়েস্টল্যান্ডের যাবতীয় লেনদেন বন্ধ করা হয় ২০১৪-য়, এনডিএ ক্ষমতায় আসার পরে। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরীর্কর কংগ্রেসকে চ্যালেঞ্জ করেন, ইউপিএ সরকার অগুস্তা ওয়েস্টল্যান্ডকে যদি কালো তালিকাভুক্ত করে থাকে, সেই নির্দেশ তবে প্রকাশ্যে আনুক তারা।
কেন্দ্রর বক্তব্য, অগুস্তা ওয়েস্টল্যান্ড নিষিদ্ধ হয়েছে না হয়নি, সেটা আসল কথা নয়। মূল বিষয় হল, কোন কোন রাজনীতিক, কৃটনীতিক ও বায়ুসেনা অফিসার ওই ঘটনায় ঘুষ খেয়েছিলেন। যারা ঘুষ দিয়েছিল, তাদের নাম তো সামনে এসেছে, যারা সেই ঘুষ খায়, এবার তাদের প্রকাশ্যে আনতে হবে।
এর মধ্যে কংগ্রেসের সমস্যা আরও বাড়িয়ে অগুস্তা সংক্রান্ত একটি মামলা শুনানির জন্য গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। ওই মামলায় সনিয়া গাঁধী, মনমোহন সিংহ ও আহমেদ পটেলের বিরুদ্ধে এফআইআরের আবেদন জানানো হয়েছে। আগামী সপ্তাহে এর শুনানি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement