এক্সপ্লোর
দুর্নীতিমুক্ত দেশ গড়তে 'অবিচল' সরকার, 'সাময়িক কষ্ট' মেনে নিয়েছে মানুষ, বললেন মোদী

নয়াদিল্লি: ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ নিষিদ্ধ হওয়ায় দেশজুড়ে ভোগান্তির অভিযোগ উঠছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, 'বৃহত্তর মঙ্গলের স্বার্থে সাময়িক দুর্ভোগ' হাসি মুখে মেনে নিয়েছেন আমআদমি। তাঁরা যে উত্সাহ, ধৈর্য্য দেখাচ্ছেন, সেজন্য তিনি খুশি বলেও ট্যুইট করে জানিয়েছেন তিনি।
I assure you the Govt is unwavering in its effort to create an India that is corruption free & fruits of development touch every citizen.
— Narendra Modi (@narendramodi) November 10, 2016
তিনদিনের জাপান সফরে যাওয়া প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আপনাদের আমি অভয় দিচ্ছি, দুর্নীতিমুক্ত ভারত গড়তে, উন্নয়নের সুফল যাতে দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছয়, তা সুনিশ্চিত করতে সরকার তার উদ্যমে অবিচল থাকবে। Such warmth, enthusiasm & the patience to bear limited inconvenience for a greater good is indeed very heartening.
— Narendra Modi (@narendramodi) November 10, 2016
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কালো টাকা, দুর্নীতি রোধের প্রয়াস বলে দাবি করে ৫০০, ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করায় আলোড়ন চলছে দেশজুড়ে। It is also heartening to learn that people are actively volunteering to help senior citizens withdraw money & exchange their currency.
— Narendra Modi (@narendramodi) November 10, 2016
প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, আমি এটা জেনে আনন্দিত যে, নাগরিকরা নিজেরাই গভীর ধৈর্য্য, শৃঙ্খলা দেখিয়ে নোট বদলাচ্ছেন, ধন্যবাদ দিচ্ছেন ব্যাঙ্ককর্মীদের। আরও জেনে ভাল লাগল যে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বয়স্ক নাগরিকদের সাহায্য করতে এগিয়ে আসছেন যাতে তাঁদের টাকা তুলতে , টাকা বদলাতে কোনও কষ্ট না হয়। বৃহত্তর স্বার্থে সাময়িক যন্ত্রনা সহ্য করার এই যে বিপুল আগ্রহ, তাগিদ চোখে পড়ছে, তা খুবই হৃদয়স্পর্শী। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















