এক্সপ্লোর
Advertisement
বড় করে সর্দার পটেলের জন্মদিন পালন করুন, মুখ্যমন্ত্রীদের চিঠি রাজনাথের
নয়াদিল্লি: ধূমধাম সহকারে সর্দার বল্লভভাই পটেলের ১৪২ তম জন্মদিন পালনের উদ্যোগ নিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর আগেই গুজরাতে সর্দারের সুবিশাল মূর্তির উদ্বোধন করেছেন মোদী। এবার আগামী ৩১ অক্টোবর সর্দারের জন্মদিন দেশজুড়ে সাড়ম্বরে পালন করতে চলেছে সরকার। এই অনুষ্ঠানের নেতৃত্বে থাকবেন খোদ প্রধানমন্ত্রী। দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করবেন তিনি। রাজ্য সরকার, কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে 'একতার জন্য দৌড়', ডিজিটাল প্রদর্শনী, বসে আঁকো প্রতিযোগিতার মতো অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে। রেলওয়ে দেশের ১০০ স্টেশনে সর্দার পটেলের বার্তা সম্বলিত হোর্ডিং হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রী সর্দার পটেলের জন্মদিনের অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করাবেন এবং একতার জন্য দৌড়ের সূচনা করবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এই দিনটি দেশের ঐক্য, সংহতি ও নিরাপত্তা জোরাল করার সংকল্প দিবস হিসেবে পালনের জন্য মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি দিয়েছেন।
দিল্লিতে ন্যাশনাল স্টেডিয়াম থেকে শুরু হবে দেড় কিমি দৌড়। এতে অংশ নেবেন পি ভি সিন্ধু, মিতালি রাজ, সর্দার সিংহের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা।
জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে স্কুল ও কলেজের পড়ুয়াদের উত্সাহিত করতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
১৮৭৫-এর ৩১ অক্টোবর সর্দার পটেলের জন্ম হয়। তিনি মারা যান ১৯৫০-এর ৩১ ডিসেম্বর।
উল্লেখ্য, ৩১ অক্টোবর দিনটিতেই আততায়ীর গুলিতে প্রয়াত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement