কারণ নিরাপত্তা, এখনই চলন্ত বিমানে ওয়াই-ফাই নয়
![কারণ নিরাপত্তা, এখনই চলন্ত বিমানে ওয়াই-ফাই নয় Govt Studying Wi Fi On Flights Plan Security Issues Remain কারণ নিরাপত্তা, এখনই চলন্ত বিমানে ওয়াই-ফাই নয়](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/10150100/plane-takeoff-wifi-intro.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: চলন্ত বিমানের মধ্যে ওয়াই-ফাই পরিষেবা পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যাত্রীদের। কেন্দ্র জানিয়েছে, এই ক্ষেত্রে বেশ কিছু নিরাপত্তাজনিত বিষয়বস্তু রয়েছে, পরিষেবা চালু করার আগে যার সমাধানসূত্র খোঁজাটা জরুরি।
ওয়াই-ফাইয়ের মাধ্যমে বিমানযাত্রীদর ভয়েস, ডেটা ও ভিডিও পরিষেবা দিতে কেন্দ্রীয় সচিবালয়ের কমিটির কাছে আবেদন করেছিল টেলিকম দফতর। কিন্তু, এখনও সবুজ সঙ্কেত মেলেনি।
কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা এই প্রসঙ্গে জানান, প্রস্তাবটি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মতে, বেশ কিছু নিরাপত্তা-সংক্রান্ত ইস্যু রয়েছে, যার সমাধান-সূত্র পাওয়াটা জরুরি।
পাশাপাশি, এটাও দেখতে হবে যাতে এই পরিষেবা বিমানের অপারেশনে বাধা না হয়ে দাঁড়ায়। তাই এখন গুরুত্বের সঙ্গে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বর্তমানে চলন্ত বিমানের মধ্যে ফোন ও ওয়াই-ফাই পরিষেবার সুবিধা পাওয়া যায় না। পরিষেবা চালু করতে গেলে আগে ১৮৮৫ সালের ভারতীয় টেলিগ্রাফ আইনে সংশোধন এনে তা পাশ করাতে হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)