এক্সপ্লোর
Advertisement
অনিল অম্বানিকে সুবিধা দিতে হ্যাল-কে দুর্বল করছে সরকার, অভিযোগ রাহুলের
নয়াদিল্লি: রাফাল চুক্তি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সুর আরও চড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। সোমবার তিনি রাষ্ট্রায়ত্ত বিমান নির্মান সংস্থা হ্যালকে দুর্বল করা এবং শিল্পপতি অনিল অম্বানির সুবিধা করে দিতে দেশের কৌশলগত সক্ষমতাকে ধ্বংস করার অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে সরব হলেন।
রাহুলের অভিযোগ, রাফাল যুদ্ধ বিমান প্রস্তুতকারী সংস্থা দাসল্ট অ্যাভিয়েশনকে সরকার ২০ হাজার কোটি টাকা দিলেও এখনও একটি বিমান দেশে আসেনি। এক্ষেত্রে রাহুলের প্রশ্ন, ‘তাহলে হ্যালের বকেয়া ১৫,৭০০ কোটি টাকা মেটানো হয়নি কেন?’
সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল অভিযোগ করেছেন, ‘সরকারের কৌশল হল হ্যালকে দুর্বল করা, হ্যালকে টাকা দেওয়া হবে না, ভারতের কৌশলগত সক্ষমতাকে দুর্বল করে অনিল অম্বানিকে উপহার দেওয়া ’।
উল্লেখ্য, সরকার এবং অনিল অম্বানি এ ধরনের অভিযোগ আগেই নাকচ করেছে।
কংগ্রেস সভাপতি কিন্তু রাফাল চুক্তি নিয়ে আক্রমণের সুর আরও চড়া করে বলেছেন, কংগ্রেস হ্যালকে রক্ষা করবে। তিনি বলেছেন, ‘দেশের মানুষের ৩০ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদির বন্ধু অনিল অম্বানিকে নিতে দেওয়া হবে না’।
রাহুল আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে রাফাল ইস্যুতে বিতর্কের জন্য তাঁকে ১৫ মিনিট সময় দেওয়া হোক, তাহলেই দেশের কাছে সত্যিটা সামনে আসবে।
সংসদে বিতর্কে রাফাল নিয়ে তাঁর প্রশ্নের উত্তর এড়ানোর অভিযোগ তুলে কংগ্রেস সভাপতি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকেও একহাত নিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement