(Source: ECI/ABP News/ABP Majha)
নিয়ন্ত্রণ-জটে এখনও আটকে জিএসটি বিল
নয়াদিল্লি: জিএসটি বা পণ্য পরিষেবা করের আওতায় করদাতাদের নিয়ন্ত্রণ কার, ওপর থাকবে সেই নিয়ে জট এখনও কাটল না।
গত তিনমাস ধরে সুতোয় ঝুলছে দ্বৈত নিয়ন্ত্রণের বষয়টি। একইভাবে ঝুলে রয়েছে জিএসটি আইনও। এদিনের বৈঠকেও তা অমীমাংসিত রয়ে গিয়েছে। আগামী ৩-৪ জানুয়ারি জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই দুটি গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে ফের আলোচনা হবে বলে জানা গিয়েছে।
আগামী ১ এপ্রিল থেকে দেশজুড়ে চালু হওয়ার কথা জিএসটি-র। কিন্তু, বর্তমানে যেভাবে বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা দেখে মনে করা হচ্ছে যে সঠিক সময় তা বাস্তব রূপ হয়ত নেবে না।
তবে, এদিন আরও কয়েকটি জটিলতার সমাধান করা হয়েছে পরিষদের বৈঠকে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতি দু মাস অন্তর্গত রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রতি ত্রৈমাসিকের ফলাফল বিচার করে ক্ষতিপূরণ বিলি করা হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন জানান, প্রত্যেকটি বিষয়ে পূর্ণ সহমতের ভিত্তিতেই এগোতে চাইছে কেন্দ্র।