এক্সপ্লোর
Advertisement
অসুস্থ মাকে ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ, গুজরাতে আটক অধ্যাপক
রাজকোট: মাকে খুনের দায়ে গুজরাতের ৩৬ বছর বয়সি এক অধ্যাপককে আটক করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, সেপ্টেম্বর মাসে নিজের অসুস্থ মাকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে খুন করেন তিনি।
অভিযুক্তের নাম সন্দীপ নাথওয়ানি। স্থানীয় একটি ফার্মাসি কলেজের তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অভিযোগ, ৬৪ বছর বয়স্ক মা জয়শ্রীবেনের ক্রমাগত অসুস্থতায় তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন সন্দীপ। তাই ২৯ সেপ্টেম্বর ছাদ থেকে ফেলে দিয়ে খুন করেন তাঁকে।
প্রাথমিকভাবে নাথওয়ানি পরিবার দাবি করে, জয়শ্রীবেনের মাথার অসুখ ছিল, ভারসাম্য হারিয়ে ছাদ থেকে পড়ে যান তিনি। কিন্তু অজানা এক ব্যক্তির কাছ থেকে কিছু খবর পেয়ে পুলিশ তদন্তের অভিমুখ পাল্টানোর সিদ্ধান্ত নেয়। ওই বহুতলের সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, সন্দীপ ছাদে ওঠার সময় পর্যন্ত জয়শ্রীবেনের সঙ্গে ছিলেন।
সন্দীপ প্রথমে নাকি খুনের কথা অস্বীকার করেন, পরে চাপের মুখে স্বীকার করেন সব কথা। তিনি বলেন, মায়ের টানা অসুস্থতায় তিতিবিরক্ত হয়ে গিয়ে তাঁকে মেরে ফেলার পথে হাঁটেন তিনি।
জেরার সময় অসুস্থতার কথা বলে হাসপাতালে ভর্তি হয়েছেন সন্দীপ। পুলিশ জানিয়েছে, ছাড়া পেলে গ্রেফতার করা হবে তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement