এক্সপ্লোর
পাকিস্তানে স্যাটেলাইট ফোন, গুজরাতের গ্রামে চিরুনি তল্লাশি, আটক ৪

আমদাবাদ: গুজরাতের কচ্ছ জেলায় সীমান্তবর্তী একটি গ্রাম থেকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠল। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। ওই গ্রামে চিরুনি তল্লাশি চালানো হয়। তবে বিষয়টির সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত থাকায় বিস্তারিত মন্তব্য করতে চাইছেন না কচ্ছের (পশ্চিম) সুপার মার্কণ্ড চৌহান। পুলিশ সূত্রে খবর, গত বুধবার ২৮ জুন সীমান্তবর্তী ওই গ্রামের কাছে স্যাটেলাইট ফোনের সিগন্যালের সন্ধান পান গোয়েন্দারা। এরপর আজ ২৪টি দলে ভাগ হয়ে ১৫০ জন পুলিশ আধিকারিক ওই গ্রামে তল্লাশি চালান। বেশ কয়েকটি বাড়িতেও তল্লাশি চালানো হয়। বেশ কিছু তথ্য-প্রমাণ মিলেছে। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















