এক্সপ্লোর
Advertisement
গুজরাত বিধানসভা নির্বাচন, ২০১৭-র ফল লাইভ আপডেট: কোনওক্রমে গুজরাত ধরে রাখল বিজেপি, শক্তি বাড়াল কংগ্রেস
আমদাবাদ: গুজরাতে ষষ্ঠ বারের জন্য ক্ষমতায় এল বিজেপি, কিন্তু কমল অনেকগুলি আসন!যার জেরে বিজেপির বিধায়ক তিন সংখ্যা থেকে নেমে এল একেবারে দু’সংখ্যায়!কোনওক্রমে ম্যাজিক ফিগার পেরোল বিজেপি!অন্যদিকে, ক্ষমতা দখল না করতে পারলেও, নরেন্দ্র মোদির রাজ্যে কড়া চ্যালেঞ্জ ছুড়ে সম্মান আদায় করে নিলেন রাহুল গাঁধী।
নরেন্দ্র মোদীর জন্মভিটে ভডনগর যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেই উঞ্ঝা বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছে বিজেপি। মোদির ঘরেই কংগ্রেস প্রার্থী ১৯ হাজার ৫২৯ ভোটে জিতেছেন।গুজরাতের বিজেপি সরকারের ৭জন মন্ত্রীকে হারের মুখ দেখতে হয়েছে।গুজরাতের ১০টি বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধান এক হাজারেরও কম।
এরমধ্যে ২০০২-এর হিংসার জন্য সংবাদ শিরোনামে উঠে আসা গোধরায় মাত্র ২৫৮টি ভোটে জয়ী হয়েছে বিজেপি।
রাহুল গাঁধী মোদী-অমিত শাহকে কড়া টক্কর ছুঁড়ে দিতে সক্ষম হলেও, গুজরাত কংগ্রেসের চার হেভিওয়েট নেতাকে কিন্তু হারতে হয়েছে। পরাস্তদের মধ্যে রয়েছেন এক সময় গুজরাত বিধানসভার বিরোধী দলনেতা অর্জুন মোধওয়াদিয়া, কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা গুজরাতের প্রাক্তন মন্ত্রী শক্তিসিন গাভিল, কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিমনভাই পটেলের ছেলে সিদ্ধার্থ পটেল এবং কংগ্রেসের অপর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরসিন চৌধুরীর ছেলে তুষার চৌধুরী।
এবার দু’দফায় বিধানসভা ভোট হয়েছিল গুজরাতে।১৮২ সালের বিধানসভায় ম্যাজিক ফিগার ছিল ৯২।
বিজেপি ম্যাজিক ফিগার থেকে মাত্র সাতটি আসন বেশি পেয়ে ক্ষমতা ধরে রাখতে পেরেছে। তারা পেয়েছে ৯৯ আসন।
অন্যদিকে, সরকার গড়তে না পারলেও গত বারের আসন অনেক বাড়িয়েছে কংগ্রেস। ম্যাজিক ফিগার থেকে ১২টি আসন কম পেয়েছে তারা। গুজরাতে কংগ্রেস পেয়েছে আশিটি আসন।অন্যান্যদের ঝুলিতে গিয়েছে তিনটি আসন।
ভোট শতাংশের নিরিখেও বিজেপি-কংগ্রেসের মধ্যে কড়া টক্কর!গুজরাতে বিজেপি পেয়েছে প্রায় ৪৯ শতাংশ ভোট।কংগ্রেস জোটের ঝুলিতে গিয়েছে প্রায় ৪৩ শতাংশ ভোট।অন্যান্য ৬.৮৮%।
২০১২ সালের বিধানসভা নির্বাচনে গুজরাতে ১১৫টি আসন পেয়েছিল বিজেপি।২০১৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে তারা গুজরাতে পায় ১৬৫টি আসন।তিন বছর পর ২০১৭ সালে তাদের আসন কমে হল ৯৯।
অন্য দিকে, ২০১২ সালের বিধানসভা নির্বাচনে গুজরাতে ৬১টি আসন পেয়েছিল কংগ্রেস।২০১৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে তারা গুজরাতে পায় মাত্র ১৭টি বিধানসভা আসন।এবার রাহুলের নেতৃত্বে কড়া টক্কর ছুঁড়ে দিয়ে কংগ্রেসের আসন বেড়ে হল ৮০।
বিজেপি নেতৃত্ব অবশ্য শতাংশের হিসেবকে সামনে রেখে তাদের জনসমর্থন বৃদ্ধির দাবি করছে। সেইসঙ্গে অমিত শাহের দাবি, কোনও কড়া টক্কর হয়নি। বরং বিজেপির ভোটের হার বেড়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে দলীয় সমর্থকদের উদ্দেশে বক্ততা দিতে গিয়ে দাবি করেছেন, ক্ষমতার লোভে কংগ্রেস গুজরাতে জাতপাতের রাজনীতির বিজ বোনার চেষ্টা করেছিল। গুজরাত ও হিমাচল প্রদেশে দলের জয়ে তাঁর সরকারের সংস্কার কর্মসূচী মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী।
এবারের গুজরাতের জয়কে অসামান্য বলেও অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভোটের ময়দানে কংগ্রেসকে দেখা গিয়েছিল। কিন্তু অনেক শক্তিই বিজেপিকে হারাতে উঠে পড়ে লেগেছিল।
কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়ন নিয়ে সন্তোষ-অসন্তোষ থাকতেই পারে। কিন্তু তাই বলে উন্নয়নকে কটাক্ষ করা মানুষ মেনে নেবে না।
গুজরাতে ক্ষমতা দখল করতে না পারলেও, মোদির ঘরে তাঁকে টক্কর দিতে পেরে উজ্জ্বীবীত কংগ্রেস। দলীয় সাংসদের প্রতি রাহুল গাঁধীর বার্তা, গুজরাতের এই ফলে আমরা নিরাশ নই।
পাশাপাশি হার স্বীকার করে ট্যুইটারে কংগ্রেস সভাপতি লিখেছেন,মানুষের রায়কে কংগ্রেস মেনে নিচ্ছে এবং দুই রাজ্যের নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছে। গুজরাত ও হিমাচলপ্রদেশের মানুষ আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, সে জন্য আমি আন্তরিকভাবে তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।
গুজরাত রায় দিল। কিন্তু, তার কি সুদুরপ্রসারী প্রভাব দিল্লির রাজনীতিতে পড়ে সেদিকেই এখন সবার নজর।
রাজকোটে কংগ্রেসের ইন্দ্রনীল রাজগুরুকে ৫৪ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। মেহসানাতে জয়ের পথে উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কেন্দ্র থেকে গুজরাত বিধানসভায় নির্বাচিত হতেন সেই মণিনগর ধরে রেখেছেন বিজেপি প্রার্থী সুরেশ পটেল। তিনি কংগ্রেস প্রার্থী শ্বেতা ব্রহ্মভাটকে ৭৫ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন।
#গুজরাতে বিজেপির সঙ্গে ফারাক কমল কংগ্রেসের। বিজেপি ৯৯, কংগ্রেস ৮১ আসনে এগিয়ে
# দুপুর ১ বেজে ৬ মিনিট, বিজেপির দখলে ১০২টি আসন, কংগ্রেসের দখলে ৭৬টি আসন, অন্যান্যর দখলে ৪টি আসন
#পোরবন্দরে কংগ্রেসকে হারিয়ে জয়ী বিজেপি
# গুজরাতে জয়ী রাহুলের দুই সেনাপতি, জিগনেশ, অল্পেশ। পারলেন না হার্দিক
# গুজরাতে পশ্চিমে জয়ী বিজেপির পূর্ণেশ মোদী
#সকাল ১১ বেজে ৫৬ মিনিট ১০৫টি আসনে এগিয়ে বিজেপি, ৭৪টি আসনে এগিয়ে কংগ্রেস, অন্যান্য ৩
# গুজরাতের শহরাঞ্চলের সাতটি আসনে জয়ী কংগ্রেস
# শহরাঞ্চলের ৩৯টি আসনের মধ্যে ৩২টিতেই জয় লাভ করেছে বিজেপি
# সকাল ১১ বেজে ৪২ মিনিট, পোরবন্দরে জয়ী বিজেপির বাবুভাই বোখিরিয়া
# সকাল ১১ বেজে ৩৪ মিনিট রাজকোট পশ্চিম থেকে ২১ হাজার ভোটে জিতে গেলেন গুজরাতের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজয় রূপানি
# বদগাঁও আসন থেকে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী জিগনেশ মেবানি
# সকাল ১০ বেজে ৫৬ মিনিট, ২১ হাজার ভোটে এগিয়ে গেলেন বিজয় রূপানি। শতাংশের বিচারে ৪৯ শতাংশ ভোট পেয়েছে বিজেপি, ৪১ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস
# সকাল ১০ বেজে ৪৮ মিনিটে ৩৫টি আসনে এগিয়ে বিজেপি, বিজেপির জখলে ১০৮ টি আসন, কংগ্রেসের দখলে ৭৩টি আসন
# সকাল ১০.৩৪ মিনিট রাজকোটে বিজেপি এগিয়ে পাঁচ আসনে, কংগ্রেস তিন আসনে
# প্রথম ফল এল, আমদাবাদের এলিস ব্রিজ থেকে জিতে গেলেন বিজেপি প্রার্থী রাকেশ শাহ
# সকাল ১০ বেজে ৩০ মিনিট, ১০৪টি আসনে এগিয়ে বিজেপি, ৭৫টি আসনে এগিয়ে কংগ্রেস
# সকাল ১০ বেজে ৩০ মিনিট ফের পিছিয়ে গেলেন বিজয় রূপানি
#সকাল ১০ বেজে ১৬ মিনিট উত্তর, দক্ষিণ ও মধ্য গুজরাতে এগিয়ে বিজেপি
# সকাল ১০ বেজে ১২ মিনিট, এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজয় রূপানি
# সকাল ১০ বেজে ৬ মিনিট, বিজেপি ১০৪টি আসনে এগিয়ে, গুজরাতে ৭৬টি কেন্দ্রে এগিয়ে কংগ্রেস
# সকাল ১০ বেজে ৩ মিনিট, প্রথম রাউন্ডের গণনা শেষ, গণনার যা গতি প্রকৃতি, বোঝা যাচ্ছে না ক্ষমতায় কোন দল আসবে। বাইশ বছর ধরে গুজরাতে টানা বিজেপি শাসন করেছে। স্বাভাবিক ভাবেই একটা বিরোধী হাওয়া তৈরি হয়। এখনও পর্যন্ত প্রকাশিত ভোটের ফল থেকে রহস্য আরও বাড়ছে।
# গির সোমনাথের চারটি আসনেই এগিয়েই কংগ্রেস
# সকাল ১০টা, বিজেপি পেয়েছে ৪৮.৪ শতাংশ ভোট, কংগ্রেস পেয়েছে ৪৩ শতাংশ ভোট, নির্বাচন কমিশন
# সকাল ৯ বেজে ৪৮ মিনিট, ৩০০০ ভোটে পিছিয়ে পড়লেন উপমুখ্যমন্ত্রী প্রার্থী নীতীন পটেল
# সকাল ৯ বেজে ৪৫ মিনিট বিজেপি এগিয়ে ৯৪টি আসনে, কংগ্রেস ৮৪টি আসনে, অন্যান্য ৪টিতে
# গুজরাতের মুখ্যমন্ত্রী প্রার্থী বিজয় রূপানি ৬ হাজার ভোটে পিছিয়ে পড়লেন
# সকাল ৯ বেজে ৩৭ মিনিট বিজেপি এগিয়ে ৯৬টি আসনে, ৮২ টি আসনে কংগ্রেস এগিয়ে, অন্যান্য দুটিতে
# রাজকোটে ৮০০ ভোটে পিছিয়ে বিজয় রূপানি
# মেহসানা কেন্দ্রে পিছিয়ে পড়লেন উপ মুখ্যমন্ত্রী প্রার্থী নীতীন পটেল
# সকাল ৯ বেজে ২৬ মিনিট সমানে সমানে লড়াই, ৮৮ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৮২টি আসনে এগিয়ে কংগ্রেস
# সকাল ৯ বেজে ২৩ বিজেপি-কংগ্রেস দুজনের দখলেই ৮৪টি আসন, চলছে হাড্ডাহাড্ডি লড়াই
# গুজরাতে পিছিয়ে বিজেপি, শেয়ার বাজারে ধস
# রাধানপুরে এগিয়ে গেলেন কংগ্রেসের অল্পেশ ঠাকুর
# সকাল ৯ বেজে ১৭ মিনিট রাজকোট পশ্চিমে পিছিয়ে গেলেন মুখ্যমন্ত্রী প্রার্থী বিজয় রূপানি
# গুজরাতে ৪৯ শতাংশ ভোট বিজেপির দখলে, ৪৫ শতাংশ ভোট কংগ্রেসের দখলে
# পোস্টাল ব্যালটের গণনাতে বিজেপি-কংগ্রেসে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। এবার শুরু হবে ইভিএম-এর গণনা
# বিজেপি এগিয়ে রয়েছে ৮৮টি আসনে, কংগ্রেস ৭১টি আসনে
# সকাল ৮ বেজে ৫২ মিনিট, ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল বিজেপি, ৯১টি আসনে এগিয়ে বিজেপি, অন্যান্য এগিয়ে ৪ টি আসনে, কংগ্রেস এগিয়ে ৬৬টি আসনে
# সকাল ৮ বেজে ৪৬ মিনিট বিজেপি এগিয়ে ৯২ টি আসনে, ৫৮টি আসনে এগিয়ে কংগ্রেস
# মেহেসানায় এগিয়ে গেলেন উপমুখ্যমন্ত্রী প্রার্থী নীতীন পটেল
# পোরবন্দরে পিছিয়ে কংগ্রেসের অর্জুন মোটবাড়িয়া
# সৌরাষ্ট্রে পটেল ফ্যাক্টর কাজ করে গিয়েছে,
# মধ্য গুজরাতে সবচেয়ে ভাল ফল করছে বিজেপি
# সকাল ৮ বেজে ৩৮ মিনিট বিজেপি পেয়েছে ৮২ আসন, কংগ্রেস ৫২ টি আসন
# ৭৫টি আসন বিজেপির, কংগ্রেস ৪৭
# শুধুমাত্র সৌরাষ্ট্রে এগিয়ে কংগ্রেস, অন্য সব জায়গায় এগিয়ে বিজেপি
# মেহেসানায় পিছিয়ে উপমুখ্যমন্ত্রী প্রার্থী নীতীন পটেল
# গুজরাতের রাজকোট পশ্চিমে এগিয়ে রয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী প্রার্থী বিজয় রূপানি, তাঁর প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী অল্পেশ ঠাকুর
# সকাল ৮ বেজে ৩০ মিনিট গুজরাতে ৩২টি আসনে এগিয়ে বিজেপি, ২৩টি আসনে এগিয়ে কংগ্রেস
# সকাল ৮ বেজে ১৮ মিনিট বিজেপি এগিয়ে ২০ টি আসনে, কং এগিয়ে ১৭টি আসনে
# সকাল ৮ বেজে ১৫ মিনিটে গুজরাতে বিজেপি এগিয়ে ১৮টি আসনে, কংগ্রেস এগিয়ে ১০ টি আসনে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement