এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
আইএসের সঙ্গে জড়িত সন্দেহে ২জনকে গ্রেফতার করল গুজরাত পুলিশ
গাঁধীনগর: ইউরোপের ধাঁচে এবার এ দেশেও লোন উলফ হামলার ছক কষেছিল আইএস। কিন্তু সন্ত্রাসের আগেই দুই সন্দেহভাজন পুলিশের জালে ধরা পড়েছে।
ধৃতরা ২ ভাই। গুজরাত অ্যান্টি টেররিজম স্কোয়াড দাবি করেছে, এদের সঙ্গে আইএসআইএসের যোগ রয়েছে। সুরেন্দ্রনগরের একটি বিখ্যাত মন্দির টার্গেট করেছিল এরা। গুজরাটে এই প্রথম আইএসের সঙ্গে যুক্ত সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ল। ফলে এ রাজ্যে আইএস স্কোয়াড থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অভিযুক্তদের নাম ওয়াসিম রামোদিয়া ও নইম রামোদিয়া। এরা থাকে রাজকোট ও ভাবনগরে। বাতিল জিনিসপত্রের ব্যবসা আছে এদের। কম্পিউটার সায়েন্স নিয়ে ২ ভাই-ই পড়াশোনা করেছে। এদের বাবা আরিফ রামোদিয়া সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত।
দুই ভাইয়ের ল্যাপটপ থেকে বোমা তৈরির তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছে পুলিশ। এদের কাছ থেকে দেশি বোমা, গান পাউডার, মুখোশ, মোবাইল ফোন, কম্পিউটারের পাশাপাশি জেহাদি বইপত্রও মিলেছে।
পুলিশ জানিয়েছে, এরা লোন উলফ হামলার ছক কষেছিল। কিন্তু গত ২ বছর ধরে পুলিশও নজর রাখছিল এদের ওপর। টুইটার, ফেসবুক ও টেলিগ্রামের মত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আইএসের সঙ্গে যোগাযোগ রাখত এরা।
শুধু এরা নয়, আরও বহু লোক পুলিশের নজরে রয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি সমর্থন করছে আইএসকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement