এক্সপ্লোর
Advertisement
বিজেপি বিশ্বাস করে, অযোধ্যায় রামমন্দির চাই, বিধানসভায় বললেন গুজরাতের মুখ্যমন্ত্রী
গান্ধীনগর: বিজেপি ও তার পরিচালিত সরকার বিশ্বাস করে অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া উচিত। গুজরাত বিধানসভায় দাঁড়িয়ে এ কথা বললেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এর পাশাপাশি কৃষিকাজ ও কর্মসংস্থানের উন্নতির জন্য বিজেপি সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বক্তৃতা শেষে রাজ্যপাল ও পি কোহলিকেও ধন্যবাদ জানান। কবিতার ছন্দে তিনি বলেন, অযোধ্যা মে রাম-যুবাও কা কাম, কিষাণো কো সহি দাম, মেহঙ্গি পর লগাম, হটা দো ভ্রষ্টাচারি বদনাম (অযোধ্যায় রাম মন্দির হবে, যুবকরা কাজ পাবেন, কৃষকরা ফসলের দাম পাবেন, মূল্যবৃদ্ধিতে রাশ টানা হবে)। এসব কথা হামেশাই বিভিন্ন সভায় স্লোগানে বলে থাকেন তিনি। কিন্তু এই প্রথম এইসব ইস্যু বিধানসভায় তুললেন রূপানি।
বিধানসভার বক্তৃতায় তিনি দাবি করেন, বেশ কয়েকটি মাপকাঠিতে গুজরাত ১ নম্বর রাজ্য। এর মধ্যে রয়েছে দুধ ও বাদাম উৎপাদন এবং রপ্তানি। তিনি আরও বলেন, ১৯৯৫-৯৬ সালে কংগ্রেস আমলে রাজ্যের বাজেটের আয়তন ছিল ১০,৮৭৩ কোটি টাকা। বিজেপি শাসনকালে ১৭ গুণ বেড়ে তা হয়েছে ১,৮৩,৬৬৬ কোটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement