এক্সপ্লোর
গোঁফ রেখেছিস যে? গুজরাতে দলিতকে মারধরের অভিযোগ
আমদাবাদ: গুজরাতের গাঁধীনগরের পাশে একটি গ্রামে দুটি পৃথক ঘটনায় রাজপুর সম্প্রদায়ের মানুষরা দুজন দলিতকে মারধর করেছে বলে অভিযোগ। দলিতদের অপরাধ, গোঁফ রেখেছিলেন তাঁরা।
গত মাসে ২৫-২৯ তারিখের মধ্যে কলোল তালুকের লিম্বোদরা গ্রামে ঘটনাদুটি ঘটেছে। অভিযুক্তর নাম ভরত সিংহ বাঘেলা। স্থানীয় আইনের ছাত্র কৃপাল মহেরিয়াকে তিনি মারধর করেছেন বলে অভিযোগ। কৃপালের দাবি, রাস্তা দিয়ে যাওয়ার সময় বাঘেলা তাঁকে বলেন, শুধু গোঁফ রাখলেই কেউ রাজপুত হয়ে যায় না। তিনি গুরুত্ব না দেওয়ায় লাঠিপেটা করা হয় তাঁকে।
প্রাথমিক চিকিৎসার পর কৃপালকে ছেড়ে দেওয়া হয়েছে। বাঘেলাকে গ্রেফতার করেছে পুলিশ।
এই লিম্বোদরা গ্রামেই ২৫ তারিখ এমনই আর একটি ঘটনা ঘটে। অভিযোগ, পীযূষ পারমার নামে এক যুবককে মারধর করেছে রাজপুতরা। পুলিশ জানিয়েছে, পীযূষের অভিযোগ, একটি গরবা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। তখন গ্রামের রাজপুতরা ঘিরে ধরে মারধর করেন তাঁকে। কারণ সেই এক, গোঁফ রেখেছিস যে!
তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement