এক্সপ্লোর
বিমানে উঠতে দেওয়া হল না 'মদ্যপানে বেসামাল' ছেলেকে, বদনাম করতে মিথ্যা প্রচার, দাবি গুজরাতের উপমুখ্যমন্ত্রীর
![বিমানে উঠতে দেওয়া হল না 'মদ্যপানে বেসামাল' ছেলেকে, বদনাম করতে মিথ্যা প্রচার, দাবি গুজরাতের উপমুখ্যমন্ত্রীর Gujarat Deputy Chief Minister Nitin Patels Heavily Drunk Son Taken Off Flight বিমানে উঠতে দেওয়া হল না 'মদ্যপানে বেসামাল' ছেলেকে, বদনাম করতে মিথ্যা প্রচার, দাবি গুজরাতের উপমুখ্যমন্ত্রীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/09083830/qatar-aireways.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমদাবাদ: বিমানে উঠে ক্ষমতার দম্ভ প্রদর্শনের অভিযোগে নাম জড়িয়েছে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের। এয়ার ইন্ডিয়ার বিমানে বিজনেস ক্লাসের সিট না পেয়ে বিমানকর্মীকে চটি খুলে মেরেছিলেন তিনি। এবার গুজরাতের উপমুখ্যমন্ত্রী নিতিন পটেলের ছেলে জইমিন পটেল মদ্যপান করে বেসামাল অবস্থায় বিমানে উঠতে যাচ্ছিলেন বলে অভিযোগ।
সরকারি সূত্রে জানা গিয়েছে, গ্রিস যাবেন, তাই স্ত্রী ও মেয়েকে নিয়ে কাতার এয়ারওয়েজের সোমবার ভোর চারটের ফ্লাইট ধরতে আমদাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হাজির হন পেশায় জমির ডিলার, বছর ত্রিশের জইমিন। মদ্যপানের মাত্রা নাকি এতই বেশি ছিল যে, কার্যত দাঁড়াতেই পারছিলেন না তিনি। হুইলচেয়ারে বসেই তিনি অভিবাসন ও অন্যান্য প্রয়োজনীয় চেকিং করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বিমানে উঠতে দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্ষিপ্ত হয়ে তিনি বিমানকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
ছেলের মদ্যপ অবস্থায় বিমানে ওঠার চেষ্টার অভিযোগ মানতে নারাজ নিতিন পটেল। তিনি ঘটনার ব্যাপারে সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁকে অপদস্থ করার ছক এসব। তাঁর বক্তব্য, আমার ছেল, স্ত্রী, কন্যাকে নিয়ে বিদেশে ছুটি কাটাতে যাচ্ছিল। ওর শরীর ভাল ছিল না। ওর স্ত্রী বিমানবন্দর থেকে বাড়িতে ফোন করে। ঠিক হয়, ওরা বাড়িতে ফিরে আসবে। আমাদের বিরোধীরা এসব মিথ্যা, ভুল তথ্য ছড়িয়ে আমাদের গায়ে কালি ছেটাতে চাইছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)