এক্সপ্লোর
Advertisement
গুজরাতে ভালো ফল হবে না বিজেপির, পূর্বাভাস দলেরই সাংসদের
নয়াদিল্লি: গুজরাতে বিধানসভা নির্বাচনে প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই বিজেপির প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু এই বুথ ফেরত সমীক্ষাগুলির সঙ্গে একমত নন বিজেপিরই মহারাষ্ট্রের সাংসদ সঞ্জয় কাকাড়ে। রাজ্যসভার এই সাংসদ গুজরাতে বিজেপি হারতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছেন।
কাকাড়ে তাঁর নিজের করা সমীক্ষার প্রসঙ্গ উল্লেখ করে দাবি করেছেন, গুজরাতে এবারের ভোটে বিজেপি প্রত্যাশিত সাফল্য পাবে না। তাঁর অনুমান, মুখ্যমন্ত্রী পদ হাতছাড়া হতে পারে বিজেপির।
কাকাড়ে বলেছেন, বিজেপি দীর্ঘ ২২ বছর ধরে গুজরাতে ক্ষমতায় রয়েছে। এজন্য সাধারণ মানুষের সরকার-বিরোধী মনোভাবে দলের লোকসান হতে পারে। এছাড়াও মুসলিম সম্প্রদায় বিজেপির ওপর অসন্তুষ্ট বলে মন্তব্য কাকাড়ের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়েও নিজের মতামত জানিয়েছেন কাকাড়ে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী গুজরাত সংক্রান্ত ইস্যুগুলির দিকে সেভাবে নজর দিতে পারছেন না। তিনি আরও বলেছেন, গত তিন বছরে গুজরাতে বিজেপির এমন কোনও নেতা উঠে আসেননি যিনি মুখ্যমন্ত্রী পদে মোদীর বিকল্প হতে পারেন।
এছাড়াও হার্দিক পটেলকে দল যেভাবে মোকাবিলা করার চেষ্টা করেছে তা ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন বিজেপির এই রাজ্যসভা সাংসদ। তিনি বলেছেন, হার্দিক পটেলের সেক্স সিডি প্রকাশ করা একেবারেই ঠিক কাজ হয়নি।
বিজেপির ভোটের প্রচারে উন্নয়নের ইস্যুকেও ঠিকমতো তুলে ধরা হয়নি বলেও মন্তব্য করেছেন কাকাড়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement