এক্সপ্লোর
Advertisement
গুজরাতে ভোটের প্রচারে বেনিয়মের অভিযোগে আটক কংগ্রেসের ‘গব্বর’ ও ‘ঠাকুর’
সুরাত: ভোটের প্রচারে ফিল্মি কায়দায় পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-র বিরোধিতা। গুজরাতের সুরাতে বলিউডের ব্লকবাস্টার ‘শোলে’ সিনেমার চরিত্রদের মতো সেজে প্রচার করলেন কংগ্রেস কর্মীরা। কিন্তু বেআইনি ভাবে মিছিল করা এবং এয়ার গান ( যা রাইফেলের মতো দেখতে) ব্যবহারের জন্য কংগ্রেসের প্রচারাভিযানের অভিনেতাদের আটক করেছে পুলিশ।
সালাবাটপুরার ইন্সপেক্টর ভি জে চৌধুরী জানিয়েছেন, কোনও অনুমতি ছাড়াই ওই মিছিল হয়েছিল। কারুর কারুর হাতে এয়ার গানও ছিল।তাই মিছিলে অংশগ্রহণকারীদের আটক করা হয়েছে। পুরো ঘটনার বিষয়টে রিটার্নিং অফিসারকেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গুজরাতে ভোটের প্রচারে এসে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী জিএসটি-র চড়া হারের সমালোচনা করে ‘গব্বর সিং ট্যাক্স’ বলে কটাক্ষ করেছিলেন।
গব্বর সিং ‘শোলে’র অন্যতম কেন্দ্রীয় চরিত্র।
সুরাতে প্রায় ১৬৫ টি বস্ত্র কেনাবেচার বাজার রয়েছে। এগুলিতে প্রায় ৬৫ হাজার ব্যবসায়ী লেনদেন করেন। জিএসটি চালু হওয়ার আগে ও পরে সুরাতে ব্যবসায়ীরা বিক্ষোভ দেখিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement