গুজরাত বন্যা: ৫০০ কোটি টাকার অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর

আমদাবাদ: বন্যা-কবলিত গুজরাতের জন্য অন্তর্বর্তীকালীন ৫০০ কোটি টাকার সহায়তা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার, মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে সঙ্গে নিয়ে আকাশপথে বন্যা-কবলিত এলাকাগুলির পরিদর্শন করেন মোদী। তিনি আশ্বাস দেন, উদ্ধার ও ত্রাণকার্যে বায়ুসেনার অতিরিক্ত ১০টি হেলিকপ্টারকে ব্যবহার করা হবে।
আকাশপথে পরিদর্শনের আগে এদিন বিমানবন্দরেই রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন মোদী। সেখানে সার্বিক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী।
পরিস্থিতি খতিয়ে দেখার পর ৫০০ কোটি টাকার অন্তর্বর্তীকালীন সহায়তা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে সকল কৃষকরা সর্বস্ব খুইয়েছেন, তাঁদের যথাসাধ্য সাহায্য করা হবে।
[embed]https://twitter.com/ANI_news/status/889860786956386304[/embed]বন্যায় নিহতদের নিকটাত্মীয়কে ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে গুজরাত প্রশাসন। এদিন প্রত্যেককে আরও অতিরিক্ত ২ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মোদী জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ প্রদান করা হবে। পাশাপাশি, আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করেও দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, বন্যায় সবচেয়ে ক্ষতি হয়েছে গুজরাতের বানসকাঁটা ও পাটান জেলার। গত ২৪-ঘণ্টায় সেখানে ২০০ মিমি-র ওপর বৃষ্টিপাত হয়েছে। বানসকাঁটায় মোট বৃষ্টি হয়েছে ৪৬৩ মিমি।
সেখানে সেনা, বায়ুসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার ও ত্রাণকার্য চালাচ্ছে। ইতিমধ্যেই বায়ুসেনার ৪টি হেলিকপ্টার নামানো হয়েছে। সেনার ২টি কলাম মোতায়েন করা হয়েছে। এছাড়া, এনডিআরএফ-এর ৮টি দলও রয়েছে সেখানে।






















