এক্সপ্লোর
মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে জানাক কংগ্রেস, গুজরাতে বিজেপি দেড়শোর বেশি আসন পাবে, দাবি অমিত শাহর

আহমেদাবাদ: গুজরাত বিধানসভা নির্বাচনে এবার বিজেপির লড়াই অত্যন্ত কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২২ বছর রাজ্যে ক্ষমতায় থাকায় প্রতিষ্ঠান বিরোধী মনোভাব, নোটবাতিল ও জিএসটি-র মতো ইস্যু বিজেপির সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও বিজেপি সভাপতি অমিত শাহর দাবি, রাজ্য বিধানসভা নির্বাচনে আগের চেয়েও ভালো ফল করবে দল। ১৮২ আসনের মধ্যে ১৫০-র বেশি আসন পাবে বিজেপি। একটি সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে অমিত শাহ জিএসটি-র সমালোচনার জবাব দিতে গিয়ে দাবি করেছেন, এক বছরের মধ্যে ব্যবসায়ীদের কাছে এই কর ব্যবস্থা আশীর্বাদ হয়ে উঠবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে বিষয়টি দেখছেন। এর ফল সবার সামনেই আগামী দিনে পরিষ্কার হয়ে উঠবে। কেন্দ্রে মোদী সরকারের সাফল্যের ব্যাখ্যা করতে করতে গিয়ে বিজেপি সভাপতি দাবি করেন, সারা বিশ্বের অন্যতম দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ হয়ে উঠেছে ভারত। অমিত শাহ জানিয়েছেন, গুজরাতে ভোটের প্রচারে দলকে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিই। এবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী গুজরাতে আক্রমণাত্মক প্রচার অভিযান চালাচ্ছেন। তাঁকে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন, কংগ্রেস তো আগে তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী কে, তা জানাক। অমিত শাহ বলেন, নির্বাচনকে কংগ্রেস আউটসোর্স করছে। তাদের কোনও নির্দিষ্ট পরিকল্পনাও নেই, নেই কোনও একজন নেতাও। কংগ্রেস বাইরে থেকে নেতাদের আনছে আর বিজেপির কৌশল ধার করছে। পাতিদার নেতা হার্দিক পটেল ও শঙ্করসিন বাঘেলার জন বিকল্প ভোটে কোনও প্রভাব ফেলতে পারবেন না বলেও মন্তব্য করেছেন অমিত শাহ। বিজেপি সভাপতির দাবি, কংগ্রেস আগের ভোটগুলির মতোই এবারেও ধরাশায়ী হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















