এক্সপ্লোর
Advertisement
গুজরাত: এবার গোঁফ রাখার জন্য আক্রান্ত দলিতের কিশোর আত্মীয়র ওপর ব্লেড নিয়ে হামলা
আহমেদাবাদ: গত সপ্তাহেই গোঁফ রাখার জন্য গুজরাতের লিম্বোদারা গ্রামে এক দলিতকে মারধর করেছিলেন উচ্চবর্ণের কয়েকজন ব্যক্তি। এবার আক্রান্ত হল ওই ব্যক্তিরই এক আত্মীয়। পুলিশ জানিয়েছে, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ওপর হামলা চালায়।
গত ২৫ সেপ্টেম্বর পিযুষ পারমার নামে ২৪ বছরের এক যুবক অভিযোগ করেছিলেন যে, গোঁফ রাখার জন্য তাঁর গ্রামেরই রাজপুত সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন। ওই ঘটনায় সময় তাঁর সঙ্গে ছিলেন তুতোভাই ১৭ বছরের দিগন্ত।
অভিযোগ, গতকাল বিকেলে দিগন্ত স্কুল থেকে ফেরার পথে তার পিঠে ব্লেড দিয়ে চিরে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় দুই দুষ্কৃতী।
কালোল ডিভিশনের ডেপুটি পুলিশ সুপার ভি এন সোলাঙ্কি বলেছেন, দিগন্ত তার পিঠের কয়েক জায়গা কেটে গিয়েছে বলে জানিয়েছে। এই ঘটনায় এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।
দিগন্তর কাকা কিরীট মাহেরিয়ার অভিযোগ, তাঁর ভাইপো এর আগে উচ্চবর্ণের কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। এই কারণেই দিগন্তর ওপর হামলা চালানো হল। তিনি আরও বলেছেন, মুখোশধারী ওই হামলাকারীরা দিগন্তকে জানায় যে, যারা এফআইআর দায়ের করেছে তাদের বিরুদ্ধে হামলা চালাতে তাদের দেড় লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।
মাহেরিয়া জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই দুজনের মধ্যে একজন ব্লেড দিয়ে দিগন্তর পিঠের বিভিন্ন জায়গা কেটে দেয়। যদিও আঘাত গুরুতর নয়।
গত ২৯ সেপ্টেম্বর ওই গ্রামেরই ক্রুণাল মাহেরিয়া (৩০) নামে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন যে, গোঁফ রাখার জন্য তাঁর ওপরও হামলা চালানো হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement