এক্সপ্লোর
Advertisement
ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট, আত্মহত্যার চেষ্টা ইঞ্জিনিয়ারের!
নয়াদিল্লি: রীতিমতো সবাইকে জানিয়ে আত্মহত্যার চেষ্টা নামী তথ্যপ্রযুক্তি সংস্থার এক ইঞ্জিনিয়ারের। ৪২ বছরের ওই ইঞ্জিনিয়ার তাঁর হাতের কব্জি কাটার ছবি এবং আত্মহত্যার কথা ঘোষণা করে একটি রেকর্ড করা ভিডিও পোস্ট করেন। এমনকি ফেসবুকে সুইসাইড নোটের খসড়াও পোস্ট করেন।
গুরগাঁও-এ একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী বরুণ মালিক গতকাল সকাল ১০ টা নাগাদ ফেসবুকে নিজের টাইমলাইনে যে পোস্ট করেন তা দেখে আঁতকে উঠেন বন্ধুরা। বাঁ হাতের কেটে ফেলা রক্তাক্ত কব্জি ও রক্তের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'শেষ'। সেইসঙ্গে ভিডিও বার্তায় তিনি বলেন, 'মনের ভেতরে দ্বন্দ্বের কারণে আমি আত্মহত্যা করছি। এরজন্য কেউ দায়ী নয়'।
ওই সময় বরুণ গুরগাঁওয়ের কর্মযোগী অ্যাপার্টমেন্টে নিজের বাড়িতেই ছিলেন। পক্ষাঘাতগ্রস্ত বাবার সঙ্গে থাকেন বরুণ।তাঁর ভাই চিকিত্সক। বরুণ অবিবাহিত।
বরুণের পোস্ট থেকেই বন্ধুরা সাহায্য চেয়ে তত্ক্ষনাত্ জুরুরী বার্তা পাঠান।পুলিশ তাঁর বাড়িতে পৌঁছে যায়। তার আগেই অবশ্য বরুণের চিকিত্সক ভাই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।
বরুণ চিকিত্সাধীন থাকায় তাঁর কোনও বয়ান রেকর্ড করতে পারেনি পুলিশ। বেলা তিনটে নাগাদ ফেসবুক থেকে বরুণের ওই পোস্ট সরিয়ে দেওয়া হয়।
পুলিশ জানতে পেরেছে, বছর খানেক আগে বরুণের মা মারা যান। তিনি বরুণকে নিজের কিডনি দান করেছিলেনষ মায়ের মৃত্যুতে খূবই ভেঙে পড়েন বরুণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement