রায়ের অপেক্ষায় একাধিক খুনের মামলা, নিকট ভবিষ্যতে আরও বড় সাজা অপেক্ষা করছে রাম রহিমের
সিরসা: জেল হওয়া ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমীত রাম রহিমের সমস্যা আগামী কয়েক সপ্তাহে কয়েকগুণ বাড়তে চলেছে। সাধ্বী ধর্ষণ ছাড়াও, রাম রহিমের বিরুদ্ধে আরও একাধিক মামলার রায় বকেয়া রয়েছে।
তার মধ্যে একটি হল সাংবাদিক রামচন্দ্র ছত্রপতির হত্যা-মামলা। সিরসায় ‘পুরা সাচ’ নামে একটি স্থানীয় দৈনিক চালাতেন এই সাংবাদিক। ২০০২ সালের অক্টোবরে ডেরা প্রধানের হাতে এক মহিলা অনুগামীর ধর্ষণ সংক্রান্ত খবর ছাপিয়েছিলেন।
পাশাপাশি, রঞ্জিত সিংহ নামে জনৈক ব্যক্তির হত্যা মামলাতেও অভিযোগের আঙুল স্বঘোষিত গডম্যানের দিকে। তিনিও ২০০২ সালে মারা যান। মামলার তদন্ত করছি সিবিআই। উভয় ক্ষেত্রেই, মামলার বিচারপ্রক্রিয়া অনেক দূর এগিয়ে গিয়েছে।
এছাড়া, ডেরা ম্যানেজার ফকিরচাঁদের অন্তর্ধান নিয়েও অভিযুক্ত গুরমীত রাম রহিম। এখানেই শেষ নয়। ডেরা প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সেখানকার সাধুদের জোর করে নির্বীজকরণ অস্ত্রোপচার করান। সেই মামলাও চলছে।
পুলিশ ও সিবিআই মনে করছে, বর্তমানে রাম রহিমের জেল হওয়ায় অন্য মামলায় বহু সাক্ষী এবার সামনে এসে সাক্ষ্য দেবেন।