এক্সপ্লোর
Advertisement
জানেন? হানিপ্রীতের আদর্শ ছিলেন ক্যাটরিনা, ঘণ্টার পর ঘণ্টা কসরত করতেন জিরো ফিগারের জন্য
নয়াদিল্লি: হানিপ্রীত উধাও। কিন্তু তাঁর সম্পর্কে বাজারে ঘুরে বেড়াচ্ছে অজস্র গল্প। তার সব যে মনগড়া, তাও নয়। হানিপ্রীতের জিম প্রশিক্ষক যেমন এক সংবাদপত্রকে জানিয়েছেন, তাঁর ছাত্রীর ক্যাটরিনা কাইফ হওয়ার ইচ্ছে ছিল।
শুধু 'পাপা কি পরি' হয়েই দিন কাটিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল না হানিপ্রীতের। চেয়েছিলেন নায়িকা হতে। ক্যাটরিনা কাইফের আদর্শে ফিগার তৈরি করতে চেয়েছিলেন। তাঁর জিম প্রশিক্ষক জানিয়েছেন, বড়সড় চেহারার হানিপ্রীতের লক্ষ্য ছিল, সাইজ জিরো হওয়া। ওয়ার্কআউটের মাঝপথে হঠাৎ হঠাৎ নাচতে শুরু করতেন। বেশিরভাগ সময়েই নাচতেন ক্যাটরিনা ধুম থ্রির গানে।
গুরমিত রাম রহিম সিংহও ওই জিমেই আসতেন আর বেশিরভাগ আলোচনাই করতেন হানিপ্রীতের সম্পর্কে। প্রশিক্ষক ভদ্রমহিলা নিজেও রাম রহিমের অনুগামী। তবে তিনি বলেছেন, ওই জিম ছিল শুধু হানিপ্রীতের জন্য। তাঁর প্রশিক্ষকদের আনা হত বিদেশ থেকে। জিরো ফিগারের জন্য প্রতিদিন ৩ ঘণ্টার বেশি জিমে ঘাম ঝরাতেন তিনি, ছিল ডায়েট প্ল্যান।
ডেরার আর এক মহিলা অনুগামী জানিয়েছেন, যতই হানিপ্রীত রাম রহিমকে নিজের পাপা বলে পরিচয় দিন, তাঁদের সম্পর্ক ঠিক বাবা-মেয়ের মত ছিল না। ডেরা সদর দফতরেও এক ঘরে তাঁরা শুতেন, সফরের সময় হোটেলেও থাকতেন এক ঘরে। তাঁর অভিযোগ, হানিপ্রীতের ছিল ডেরা প্রধানের দালালের ভূমিকা। কোন মহিলার প্রতি তাঁর আগ্রহ, সে ব্যাপারে রাম রহিম হানিপ্রীতকে সিগন্যাল দিতেন, 'পাপা কি পরি'-র কাজ ছিল যেভাবে হোক, সেই মহিলাকে রাম রহিমের ঘরে পাঠিয়ে দেওয়া। পানীয়তে নেশার জিনিস মিশিয়ে তাঁদের অবশ করে ফেলা হত, ফলে রাম রহিমের ইচ্ছাপূরণে কোনও বাধা থাকত না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement