এক্সপ্লোর
Advertisement
পার্কিং নিয়ে বচসা, অটো চালককে গুলি করলেন গুরুগ্রামের এই মহিলা, পরে স্বামী সহ গ্রেফতার
গুরুগ্রাম: পার্কিং নিয়ে অটোচালকের সঙ্গে গুরুগ্রামের এক মহিলার বচসা। সামান্য বচসা থেকে মাথা গরম করে অটোচালককে লক্ষ্য করে গুলি চালিয়ে দিলেন ৩৪ বছর বয়সি ওই মহিলা। পরে মহিলাকে তাঁর স্বামী সহ গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, মহিলার সঙ্গে পার্কিং নিয়ে এক অটোচালকের বচসা শুরু হয়। তখনই গুলি চালানোর ঘটনাটি ঘটে। বুধবার গুরুগ্রামের সেক্টর নাইনের ভবানী এনক্লেভে এই ঘটনাটি ঘটেছে। ২৩ বছরের ওই অটোচালক তাঁর অটোটি রাস্তার ধারের পার্কিং স্পেসে রেখেছিলেন। সেইসময় তাঁর ফোনে একটি ফোন আসে। পিছন থেকে ওই মহিলা এসে অটোটি সরিয়ে নিতে বলেন। দেরি হওয়ায় অটো চালককে এসে সপাটে চড় মারেন ওই মহিলা, অভিযোগ আক্রান্ত চালকের। তারপরই রাগে অগ্নিশর্মা মহিলা বন্দুক বের করে সুনীলের কপালে সেটি ঠেকান। ঠিক সময়মতো বন্দুকটি না সরালে হয়তো আরও বড় দুর্ঘটনা ঘটে যেত, দাবি অটোচালকের।
রাস্তায় থাকা অন্য প্রত্যক্ষদর্শীরা পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করে পরে পুলিশকে সেটা দিয়ে দেয়। তারপরই অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, কোনও এক তৃতীয় ব্যক্তির কাছে ওই পিস্তলটি নিয়েছিলেন ওই মহিলা। সেটা দিয়েই হামলা চালানো হয়। আপাতত সেই তৃতীয় ব্যক্তির খোঁজ করছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement