এক্সপ্লোর
Advertisement
১৫ বছর আগে নিখোঁজ সহকর্মীকে ভিক্ষা করতে দেখে উদ্ধার মধ্যপ্রদেশ পুলিশের
শীতে কাবু ভিখারিকে দেখে তাঁকে শীতবস্ত্র দিতে গাড়ি থামান দুই পুলিশ অফিসার। কিন্তু তাঁর দিকে এগিয়ে গিয়ে কথা শুরু করতেই চমকে যান দুই পুলিশ অফিসার। তাদের নাম ধরে ডেকে কথা বলেন ওই ভিখারি।
গ্বালিয়র: ভাগ্যের কী অকস্মাৎ মোচড়! ১৫ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া সহকর্মীকে উদ্ধার করলেন দুই পুলিশ অফিসার। তাও আবার রাস্তার ধারে ভিক্ষারত অবস্থায়!
মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে গোয়ালিওরের ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট রত্নেশ সিং তোমার ও বিজয় সিং ভাদোরিয়া। তাদের হঠাৎই নজর যায় এক বিয়েবাড়ির বাইরে বসে শীতে কাঁপতে কাঁপতে ভিক্ষার জন্য হাত পাতা এক ভিখারির দিকে।
শীতে কাবু ভিখারিকে দেখে তাঁকে শীতবস্ত্র দিতে গাড়ি থামান দুই পুলিশ অফিসার। কিন্তু তাঁর দিকে এগিয়ে গিয়ে কথা শুরু করতেই চমকে যান দুই পুলিশ অফিসার। তাদের নাম ধরে ডেকে কথা বলেন ওই ভিখারি। রত্নেশ বলেছেন, ‘শীতবস্ত্র দিতে নেমেছিলাম রাস্তায়। একটা-দুটো কথা বলার চেষ্টাও করি। বেশিরভাগ সময় চুপ করে থাকলেও আমরা ফেরার পথে আমার নাম ধরে ডাকায় চমকে যাই।’
কিছুক্ষণের মধ্যেই তাঁরা বুঝতে পারেন, এই ভিখারি আসলে ১৫ বছর আগে হারিয়ে যাওয়া তাদের সহকর্মী মণীশ মিশ্র। ১৯৯৯ সালে মধ্যপ্রদেশ পুলিশে সাব ইন্সপেক্টর হিসেবে কাজ শুরু করেছিলেন মণীশ। বাহিনীর অন্যতম সেরা শুটার ছিলেন তিনি। মনোরোগের সমস্যা তৈরি হওয়ার পর ২০০৫ সালে দাতিয়ার পুলিশ ইন্সপেক্টর থাকাকালীন হঠাৎই হারিয়ে গিয়েছিলেন তিনি। যার পর থেকে খোঁজ মেলেনি মণীশের।
পুরনো সহকর্মীকে উদ্ধারের পাশাপাশি ভর্তি করে দিয়েছেন এক হোমে। যেখানে তাঁকে সুস্থ করে তোলার কাজ শুরু করবেন মনোরোগ বিশেষজ্ঞরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement