এক্সপ্লোর
Advertisement
হাজি আলিতে মহিলা প্রবেশাধিকার: তৃপ্তিকে 'চপ্পল' মারার হুমকি, নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিবসেনার
নয়াদিল্লি: শিঙ্গনাপুর-খ্যাত জনপ্রিয় মহিলা সমাজকর্মী তৃপ্তি দেশাই সম্পর্কে করা দলীয় নেতার বিতর্কিত মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিল শিবসেনা। দলের তরফে এ-ও জানানো হয়েছে, ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দিন কয়েক আগেই ভূমাতা রণরাগিণী ব্রিগেডের (বিআরবি) নেত্রী তৃপ্তি দেশাই বলেছিলেন, আগামী বৃহস্পতিবার তিনি হাজি আলিতে প্রবেশ করে মাজার ছোঁবেন।
এর উত্তরে এদিন তৃপ্তির উদ্দেশ্যে হুমকি দেন হাজি আরাফত শেখ। শিবসেনার এই মুসলিম নেতা বলেন, তৃপ্তি যদি তিনি যদি এমন কিছু কাজ করার চেষ্টা করেন, তাহলে তাঁকে দরগার ‘প্রসাদ’ অর্থাৎ ‘চপ্পল’ ছুঁড়ে স্বাগত জানাবেন তাঁরা।
বিভিন্ন মহল থেকে আরাফতের মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়। এরপরই নড়েচড়ে বসে শিবসেনা। দলীয় নেতার বিতর্কিত মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়ে এদিন দলের মুখপাত্র তথা বিধায়ক নীলম গোর্হে জানান, এটা আরাফতের ব্যক্তিগত মন্তব্য। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। তিনি আরও জানান, ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যদিও, আরাফতের হুমকির পাল্টা দিয়েছেন তৃপ্তিও। জানিয়েছেন, সমাজের বিভিন্ন স্তরে মহিলারা আজও অবহেলিত। তাঁদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে তিনি বদ্ধপরিকর। এধরনের হুমকিতে তিনি ভয় পান না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
মালদা
শিক্ষা
Advertisement