এক্সপ্লোর
দিল্লিতে দেড় টন ওজনের জাতীয় পতাকা উত্তোলন হর্ষ বর্ধনের

নয়াদিল্লি: রাজধানীর চাঁদনি চক এলাকায় ঐতিহাসিক টাউন হলে দেড় টন ওজনের জাতীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন। এই উদ্যোগ গ্রহণের জন্য হর্ষ বর্ধন উত্তর দিল্লি পুরসভা (এনডিএমসি) এবং হিন্দুস্তান মার্কেন্টাইল অ্যাসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এতে নাগরিকদের মধ্যে জাতীয়তাবোধ ও দেশপ্রেমের সঞ্চার ঘটবে। উত্তর দিল্লির মেয়র এবং চাঁদনি চকের বিধায়ক অলকা লাম্বাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেড় টন ওজনের জাতীয় পতাকা প্রায় ১০৪ ফুট উচ্চতায় উত্তোলন করা হয়। দিল্লির মেয়র বলেছেন, ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে যে উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলিত হলে তা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















