এক্সপ্লোর
উদ্ধার ১৭ দিন ধরে নিখোঁজ ফরিদাবাদের সরকারি স্কুল পড়ুয়ার কঙ্কাল

ফরিদাবাদ: হরিয়ানায় আরও এক স্কুল পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল। ১৭ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হরিয়ানার ফরিদাবাদের একটি সরকারি স্কুলের এক পড়ুয়ার কঙ্কাল। ১৩ বছরের রাহুল সিকরি গ্রামের সরকারি স্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া। অভিযোগ, গত ২৪ আগস্ট রাহুলকে তার বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই সে আর বাড়িতে ফেরেনি। রাহুলের বাবা-মা পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। জানা গেছে, রাহুলকে হত্যা করে মাটিতে পুঁতে দেওয়া হয়। ১৭ দিন বাদ ওই পড়ুয়ার কঙ্কাল উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই হরিয়ানার গুরুগ্রামে রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের সাত বছরের পড়ুয়াকে গলার নলি কেটে উদ্ধার করা হয়। এই ঘটনায় স্তম্ভিত সারা দেশ। পুলিশ স্কুলের বাসের কন্ডাক্টরকে গ্রেফতার করেছে। কিন্তু নিহত পড়ুয়ার পরিবার স্কুল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছে এবং ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















