সরকারি স্কুলের শিক্ষকরা ক্লাসে রাখতে পারবেন না মোবাইল ফোন, নির্দেশিকা হরিয়ানা প্রশাসনের
![সরকারি স্কুলের শিক্ষকরা ক্লাসে রাখতে পারবেন না মোবাইল ফোন, নির্দেশিকা হরিয়ানা প্রশাসনের Haryana Govt School Teachers Cannot Carry Mobiles To Classrooms Now সরকারি স্কুলের শিক্ষকরা ক্লাসে রাখতে পারবেন না মোবাইল ফোন, নির্দেশিকা হরিয়ানা প্রশাসনের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/03184121/Sirsa.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চণ্ডীগড়: সরকার-পরিচালিত স্কুলের শিক্ষকরা এখন থেকে ক্লাসরুমে মোবাইল ফোন রাখতে পারবেন না। তবে, যদি কোনও শিক্ষক মনে করেন, পঠনপাঠনের সুবিধার্থে মোবাইল ফোনের প্রয়োজন, তাহলে তাঁরা একমাত্র ব্যবহার করতে পারেন। নির্দেশিকা হরিয়ানা সরকারের।
বৃহস্পতিবার, হরিয়ানা শিক্ষা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলের প্রধান শিক্ষকদের নিশ্চিত করতে হবে যাতে কোনও শিক্ষক যেন এই নির্দেশিকাকে অমান্য না করেন। একইসঙ্গে এই নির্দেশিকা যে প্রধান শিক্ষকের ক্ষেত্রেও সমান প্রযোজ্য, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারি নির্দেশিকায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাসরুমে ঢোকার আগে, সব শিক্ষককে তাঁদের মোবাইল ফোন স্টাফ রুমে অথবা প্রধান শিক্ষক দ্বারা নির্ধারিত একটি জায়গায় রাখতে হবে। তবে, পঠনপাঠনের ক্ষেত্রে প্রয়োজন হলে শিক্ষকদের তা ব্যবহার করার জন্য আগাম অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট প্রধানশিক্ষকের থেকে।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রধান শিক্ষক বা সহকারি প্রধান শিক্ষকের সঙ্গে জরুরি যোগাযোগ যাতে অন্যান্য শিক্ষকরা করতে পারেন, তার জন্য ওই দুজনকে দুটি করে মোবাইল নম্বর রাখতে হবে এবং তা প্রত্যেক শিক্ষকের কাছেও রাখতে হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)