৪ বছর হরিয়ানায় গা-ঢাকা! গ্রেফতার পাক নাগরিক, বাজেয়াপ্ত দুদেশের পাসপোর্ট, ভোটার, প্যান ও আধার
চণ্ডীগড়: বেঙ্গালুরুর পাশাপাশি এবার হরিয়ানা থেকেও গ্রেফতার পাক নাগরিক।
খবরে প্রকাশ, শুক্রবার ভারতীয় হিসেবে দীর্ঘদিন এদেশে আত্মগোপন করে থাকা এক পাক নাগরিককে গ্রেফতার করল পুলিশ। হরিয়াণার ঝাঝড় জেলার বাহাদুরগড় থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ২০১৩ সাল থেকে এদেশে বসবাসকারী ওই পাক নাগরিকের কাছ থেকে ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড ও আধার কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, রসরাজ নামে ওই ব্যক্তির আসল বাড়ি পাকিস্তানের লারকানা হিন্দু কলোনিতে। ধৃতের কাছ থেকে একটি পাকিস্তানি পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে তার নাম রাজা রয়েছে।
সেখানে ভারতে আসার ভিসাও রয়েছে। যার মেয়াদ ছিল ৩৩ দিন। পুলিশ জানিয়েছে, পাক পাসপোর্ট অনুযায়ী, রসরাজ ওরফে রাজার জন্ম ১৯৭৮ সালের ১ জানুয়ারি।
আবার এখানকার আধার কার্ডের তথ্য অনুযায়ী, তার জন্ম ১৯৮৭ সালের ১৩ মার্চ। তাকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।
প্রসঙ্গত, ভুয়ো পরিচয়ে বসবাসের অভিযোগে বৃহস্পতিবারই তিন পাক নাগরিককে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। এর আগে গত বুধবার পুলিশ কেরলের এক ব্যক্তিকেও গ্রেফতার করেছিল।