এক্সপ্লোর
Advertisement
কর্মরত স্ত্রী বিচ্ছেদের পরও নিজের খরচ চালাতে পারেন: হাইকোর্ট
নয়াদিল্লি: চাকুরীরত মহিলা, যিনি নিজের পেট নিজেই চালাতে পারেন, বিবাহবিচ্ছেদের পর তিনি স্বামীর কাছ থেকে চাইতে পারবেন না খোরপোশ বাবদ অর্থ। আজ এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এক মহিলা বিচ্ছেদের পর স্বামীর কাছে খোরপোশ আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হন। এরই প্রেক্ষিতে এই রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি প্রদীপ নন্দ্রযোগ এবং প্রতিভা রাণির ডিভিশন বেঞ্চ ওই মহিলার আবেদন খারিজ করে দিয়ে এই রায় দিয়েছে।
প্রসঙ্গত, ওই মহিলা তাঁর এবং তাঁর দুই সন্তানের খোরপোশ বাবদ স্বামীর কাছ থেকে প্রতি মাসে তিন লক্ষ টাকা চেয়ে ট্রায়াল কোর্টে মামলা করেন। শুধু তাই নয়, মামলা চালানোর জন্য দাবি করেন ১ লক্ষ টাকা। সেখানে তাঁর এই আবেদন খারিজ হয়ে যায়। ট্রায়াল কোর্ট জানায়, যে মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের মতো পেশায় যুক্ত, তিনি নিজের পেট নিজেই চালিয়ে নিতে পারবেন। বিশেষ করে ওই মহিলা উচ্চ শিক্ষিত। ২০০৩ থেকে এই পেশার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি এইমস্-এ চাকুরিরতা। সেক্ষেত্রে খোরপোশের টাকা তিনি দাবি করতে পারেন না।
ওই মহিলার পিটিশন অনুযায়ী, ২০০৫ সালে দিল্লির বাসিন্দা পেশায় এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ে সুখের হয় না। বিচ্ছেদ হয়ে যায়। মহিলার দাবি, তাঁর আয় মাসে ৭,০০০ টাকা। কিন্তু তাঁর কেরিয়ারগ্রাফ সেই কথা বলছে না। তিনি যতদিন ধরে প্র্যাকটিস করছেন, তাতে এতদিনে এই সামান্য পরিমান অর্থ তাঁর আয়, এ হতে পারে না বলে জানায় কোর্ট। কোর্ট জানায়, তাঁর সন্তানদের দায়িত্ব এবং সেই বাবদ খরচ বহন করতে বাধ্য তাঁর স্বামী। কিন্তু মহিলার নয়। ওই মহিলার স্বামীও বাচ্চাদের অতিরিক্ত খরচ বহন করতে সম্মত হয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
প্রযুক্তি
জেলার
Advertisement