এক্সপ্লোর
Advertisement
স্কুলে জাতীয় পতাকা তোলার লোহার রড লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু প্রধান শিক্ষিকার
হায়দরাবাদ: দুর্ঘটনা অবশ্যই, তবে তা ঘটল দেশমাতৃকাকে শ্রদ্ধা জানাতে গিয়েই। রবিবার ছুটি থাকা সত্ত্বেও সোমবার স্বাধীনতা দিবস পালনের আয়োজন, ব্যবস্থাপনার তদারকি করতে স্কুলে এসেছিলেন তেলঙ্গানার রঙ্গারেড্ডি জেলার পুদুর মন্ডলের মেডিকোন্ডা গ্রামের সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা প্রভাবতী। পড়ুয়াদের উপহার দেওয়ার জন্য চকলেট, মিষ্টি কিনে এনেছিলেন। এনেছিলেন তেরঙ্গা পতাকা, স্কুলবাড়ি সাজানোর জন্য ছোট ছোট পতাকাও। চার পড়ুয়াকে সঙ্গে নিয়ে নিজেই স্কুল সাজাতে লেগে যান। তখনই তেরঙ্গা পতাকা উত্তোলনের জন্য লোহার রড লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।
চেঙ্গমুলের এএসআই ওয়াই ইয়াদিয়া বলেছেন, তখন সকাল সাড়ে ১১ টা। প্রভাবতী স্কুল চত্বরে জাতীয় পতাকা তোলার ভাল বাঁশ না পেয়ে নিজেই একটা লোহার রড এনে লাগানোর চেষ্টা করেন। কিন্তু তিনি খেয়াল করেননি, রডটি স্কুল বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের হাই টেনশন তারে লেগেছে। সঙ্গে সঙ্গে বিদ্যুতের ছোবলে তিনি ও চার পড়ুয়া জখম হন।
গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রভাবতীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে জানান ডাক্তাররা। ক্লাস থ্রি-র তিন ও প্রথম শ্রেণির এক জখম পড়ুয়ার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
প্রভাবতীর মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসীরা দলে দলে হাসপাতালে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতা দিবসের পূণ্য লগ্নে তাঁদের হৃদয়ে চিরকালের জন্য দেশপ্রেমিকের আসন পেলেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement