এক্সপ্লোর
Advertisement
ভারী বর্ষণে বিপর্যস্ত মুম্বই, ব্যাহত শহরতলির ট্রেন পরিষেবা
মুম্বই: ভারী বর্ষণে বিপর্যস্ত মুম্বই। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। এখনই পরিস্থিতি থেকে এরইমধ্যে আবহাওয়া দফতরের সতর্কবার্তা, আগামী তিনদিনেও ভারী বৃষ্টি হতে পারে। শহরের নিচু এলাকাগুলিতে ইতিমধ্যেই জল জমে গিয়েছে।
প্রবল বৃষ্টিতে ব্যাহত বাণিজ্যনগরীর যান চলাচল। উড়ানে গড়ে ২০ মিনিট করে দেরী হচ্ছে। শহরতলীর রেল পরিষেবায় পড়েছে ব্যাপক প্রভাব। অনেক ট্রেন বাতিল করে দিতে হয়েছে। যেগুলি চলছে, সেগুলি অস্বাভাবিক দেরী করে চলছে। সিওন, মাহিম, বান্দ্রা স্টেশন চত্বরে জল জমেছে।
এদিন বিকেলে সমুদ্রের জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এতে পরিস্থিতি আরও ঘোরাল হওয়ার আশঙ্কা।
স্কুল ও কলেজ খোলা রয়েছে। তবে বৃষ্টি এভাবে চললে স্কুল-কলেজ বন্ধ রাখতে হতে পারে
আবহাওয়া দফতরের পূর্বাভাসের কথা মাথায় রেখে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)।
বৃষ্টিতে এখনও পর্যন্ত বড়সড় কোনও দুর্ঘটনার খবর নেই। বিএমসি জানিয়েছে, কয়েকটি জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে।পাঁচটি শর্ট সার্কিট ও তিনটি বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে বলে বিএমসি জানিয়েছে।
পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবীশ এদিন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুমে যান। সেখানে তিনি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি বিএমসি-র আধিকারিকদের সঙ্গেও কথা বলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement