এক্সপ্লোর
এখানে হিন্দু ভাইদের জন্য রাখি বানায় মুসলিম পরিবার

ভোপাল: চারিদিকে যখন হিংসা, হানাহানির খবর, সেখানে একেবারেই ব্যতিক্রমী ছবি ধরা পড়ল মধ্যপ্রদেশের খারগোনে শহর। ছোট্ট এই শহরের মুসলিম পরিবারগুলি কয়েকদিন ধরে ব্যস্ত ছিল রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে রাখি তৈরিতে। এবারই প্রথম নয়, কয়েক দশক ধরে চলছে এই প্রথা। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অসাধারণ উদাহরণ তৈরি করেছে এই গ্রাম। আব্দুল সাজিদ নামে এক রাখি প্রস্তুতকারক জানিয়েছেন, টাকা রোজগারের জন্য এই কাজ করেন না তাঁরা। প্রচলিত এই ধারা ধরে রাখতেই রাখি তৈরি করেন। তিনি বলেন, জাতি-ধর্ম এই সব বিভেদ তো শুধু পৃথিবীতেই। ঈশ্বর তো আসলে একই। হিন্দু ভাইদের জন্য রাখি তৈরি করার এই কাজে আমরা মনে মনে শান্তি পাই, পরিতৃপ্ত হই। অপর এক রাখি প্রস্তুতকারক শাহজাদি বলেন, শুধু রাখি তৈরিই নয়, হিন্দুভাইদের হাতে রাখি পড়িয়েও দেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















