এক্সপ্লোর
করোনাভাইরাস রুখতে গোমূত্র পানের পার্টি দিল্লিতে! হাজির ২০০জন
বিজেপির অনেক নেতা-মন্ত্রীই একাধিকবার গোমূত্রের ঔষধিগুণের কথা প্রচার করেছেন!
![করোনাভাইরাস রুখতে গোমূত্র পানের পার্টি দিল্লিতে! হাজির ২০০জন Hindu group offers cow urine in a bid to ward off coronavirus করোনাভাইরাস রুখতে গোমূত্র পানের পার্টি দিল্লিতে! হাজির ২০০জন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/14224137/unnamed-file.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনা ভাইরাসের দাওয়াই নাকি গোমূত্র!
সেরকমই দাবি অখিল ভারত হিন্দু মহাসভার। আর তাই করোনা মহামারী রুখতে গোমূত্র পানের পার্টি আয়োজন করে ফেলল তারা। তাও খোদ রাজধানী নয়াদিল্লির বুকে।
শনিবার ধুমধাম করে গোমূত্র পান করানো হল অখিল ভারত হিন্দু মহাসভার তরফে। গরু ঈশ্বর। আর তাই করোনার অভিশাপ কেটে যাবে গোমূত্র পান করলে। এই বিশ্বাস থেকে! সংগঠনের সদস্যদের দাবি, গোমূত্রে রয়েছে ঔষধিগুণ!
যদিও বিশেষজ্ঞদের মতে, ক্যান্সারের মতো মারণরোগ হোক বা করোনাভাইরাস, গোমূত্রের কোনও প্রতিষেধক ক্ষমতা নেই। পুরোটাই অন্ধবিশ্বাস।
তবে শনিবারের গোমূত্র পানের পার্টিতে দুশোজন হাজির হয়েছিলেন। যাতে উৎসাহিত হয়ে দেশের অন্যত্রও এ ধরনের পার্টি আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছেন অখিল ভারত হিন্দু মহাসভার সদস্যরা। শনিবারের পার্টিতে যোগ দেওয়া ওম প্রকাশ বলেছেন, ’২১ বছর ধরে গোমূত্র পান করছি। আমরা গোবর মেখে স্নানও করি। কখনও বিদেশি ওষুধ খাওয়ার দরকার পড়েনি।’ সংগঠনের প্রধান চক্রপানি মহারাজ চামচে করে গোমূত্র নিয়ে ছবির জন্য পোজও দিয়েছেন।
প্রসঙ্গত, বিজেপির অনেক নেতা-মন্ত্রীই একাধিকবার গোমূত্রের ঔষধিগুণের কথা প্রচার করেছেন!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)