এক্সপ্লোর
Advertisement
হিন্দুধর্ম কারও বিরুদ্ধে নয়, সবাইকে ভালোবাসার কথা বলে: ভাগবত
লখনউ: হিন্দুধর্মের আদর্শ কারও বিরোধিতা করা নয়, ভালোবাসা, বিশ্বাস এবং পারস্পরিক একাত্মবোধই এর বৈশিষ্ট্য। সরস্বতী শিশু মন্দিরে স্বয়ংসেবকদের উদ্দেশ্যে এমনটাই বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
প্রসঙ্গত, বহু বিজেপি-বিরোধী দলের অভিযোগ, আরএসএস-এর একটা সাম্প্রদায়িক অ্যাজেন্ডা রয়েছে। তারা মুসলিম বিরোধী।
ভাগবত বলেন, আমরা দেশের জন্য কাজ করি। ধর্মীয় আচার পালনের জন্য নয়। অধ্যাত্মবাদ এবং সত্যই এর ভিত্তি। কিন্তু দুবর্লতা হিন্দুত্ববাদ নয়। হিন্দুদের আরও প্রগতিশীল হতে হবে। ধর্মান্ধ নয়। এমন একটা সমাজ গড়তে হবে, যা হবে সকলের। ঐক্য ও অখণ্ডতাই পারে ভারতকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। আমরা যা কিছু করছি, সবই ভারতমাতার জন্যই। এর নেপথ্যে কোনও খারাপ ভাবনা বা অভিপ্রায় নেই।
ভাগবত আরও বলেন, সমাজই আমাদের ভগবান। সমাজের সেবা করাই আমাদের ব্রত। কিছু পাওয়ার আশায় তা আমরা করি না। হিন্দু জাতির সবদিক থেকে উন্নতির জন্যই আমরা কাজ করি।
তিনি আরও বলেন, স্বয়ং ভগবান বুদ্ধ অহিংসা, সহিষ্ণুতার প্রচার করেছেন। মহাভারতের যুদ্ধও হয়েছিল ধর্ম স্থাপনের জন্যই। ভগবান রাম এবং কৃষ্ণ দুজনেই ধর্মের জন্যই সবকিছু করেছেন। তাই প্রত্যেকেরই উচিত ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করা। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হিন্দু ধর্ম, সমাজ, সংস্কৃতির জন্য যা কিছু প্রয়োজন, সে সব কিছু করা উচিত স্বয়ংসেবকদের। সংঘ হিন্দু সমাজেরই একটি সংগঠন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement