এক্সপ্লোর
কুণ্ডে ডুব দিয়ে ১১ টাকায় ‘পাপমুক্তি’র সার্টিফিকেট!

নয়াদিল্লি: পূণ্যলাভের আশায় মন্দির-থান-মসজিদ-দরগায় যান। সেখানে কী শোনেন? দীন-দুঃখীকে দানধ্যান করলে পাপমোচন করে পূণ্য সঞ্চয় করা যায়। কিন্তু রাজস্থানের প্রতাপগড়ের গৌতমেশ্বর মহাদেব পাপমোচন তীর্থ শিব মন্দিরে গেলে আপনার একেবারে অন্যরকম অভিজ্ঞতা হবে। সেখানে অনেক সহজে, কম খরচে পুণ্যের খোঁজ পাবেন। সেখানে পূণ্য প্রাপ্তির রাস্তাটা অনেক মসৃণ। সেখানে পাপমুক্তির সার্টিফিকেট পাবেন। শুধু মন্দিরের কুণ্ডে একটা ডুব দিয়ে ১১ টাকা দিলেই হবে। মন্দির কর্তৃপক্ষের দাবি, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যাঁরা সার্টিফিকেট পেয়েছেন, তাঁদের সবার নাম নথিভুক্ত করা আছে। তবে সেই সার্টিফিকেট কতদূর কার্যকরী, সেটা তারা বলতে পারছে না। মন্দিরের এক পূজারীকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে এক রিপোর্টে বলা হয়েছে, পাপমুক্তির সার্টিফিকেট নিতে মূলত আশপাশের গ্রামের একঘরে, সমাজচ্যুত লোকজনই আসেন। মন্দিরের স্বীকৃত পুরোহিতরা সার্টিফিকেটের জন্য এক টাকা নেন, আর ‘দোষ নিবারণ’ বা ‘পাপস্খালন’-এর জন্য দিতে হয় ১০ টাকা। কালে কালে মন্দিরের পরিচিতি হয়েছে ‘উপজাতিদের হরিদ্বার’ হিসাবে। মে মাসে ৮ দিনের মেলা বসে। সেই উপলক্ষ্যে মন্দিরে ব্যাপক জনসমাগমও হয়। এ বছর দু লক্ষের বেশি পূণ্যার্থী কুন্ড-এ স্নান করেছেন। তবে মাত্র তিনটি ‘পাপমুক্তি’-র সার্টিফিকেট দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















