এক্সপ্লোর
Advertisement
আমার মতো অবিবাহিতদের বিশেষ সম্মান দেওয়া উচিত, ২টির বেশি সন্তান হলে কেড়ে নেওয়া হোক ভোটাধিকার, দাবি রামদেবের
নয়াদিল্লি: তাঁর মতো যাঁরা বিয়ে-থা করেননি, তাঁদের সম্মান করা উচিত। পতঞ্জলি যোগপীঠের এক অনুষ্ঠানে বললেন বাবা রামদেব। যোগগুরুর দাবি, এ দেশে আমার মতো যাঁরা বিয়ে করে সংসারী হননি, তাঁদের বিশেষ মর্যাদা দেওয়া হোক, আর যেসব বিয়ে করে সংসারী লোকজন দুটির বেশি সন্তানের জন্ম দিয়েছেন, তাঁদের ভোটাধিকার কেড়ে নিতে হবে। তাঁদের ভোটাধিকার থাকা উচিত নয়।
অতীতে রামদেব বলেছিলেন, তাঁর জীবন সফল, সুখী হওয়ার কারণ তিনি বিয়ে করেননি, চিরকুমার রয়েছেন। ৫২ বছরের যোগগুরু সওয়াল করেছিলেন, লোকে পরিবারের জন্য খাটে। কিন্তু আমার স্ত্রী, সন্তান, পরিবার নেই। তবুও দেখুন কত সুখে আছি।
ফ্যামিলি ম্যান হওয়া সহজ ব্যাপার নয় বলেও অভিমত জানিয়েছিলেন রামদেব। বলেছিলেন, আমার পরিবার, পরিজনের দায় নেই। নিজের ব্র্যান্ড তৈরি করেছি। সন্তানাদি থাকলে তারা পতঞ্জলির মালিকানা দাবি করত। আমি তাদের বলতাম, পতঞ্জলি তোমাদের বাবার নয়, দেশের সম্পত্তি।
প্রসঙ্গত, রামদেবের হরিদ্বারের পতঞ্জলি সংস্থা ৫৬০০০ খুচরো ব্যবসায়ীর নেটওয়ার্ক তৈরি করেছে।
যোগপীঠের অনুষ্ঠানে রামদেব আরও বলেন, প্রাচীনকালে বেদে একজনের দশটা পর্যন্ত সন্তান অনুমোদন করা হোত, কিন্তু দেশে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে এখন তা মোটেই সঠিক কাজ নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement