ভবিষ্যতে তেরঙা-বিতর্ক না হওয়া বাঞ্ছনীয়, আমাজনকে ভারত
![ভবিষ্যতে তেরঙা-বিতর্ক না হওয়া বাঞ্ছনীয়, আমাজনকে ভারত Hope Incidents Like Amazon Tricolour Are Not Repeated India ভবিষ্যতে তেরঙা-বিতর্ক না হওয়া বাঞ্ছনীয়, আমাজনকে ভারত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/12074447/national-flag-doormat-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আমাজনের তেরঙা পাপোস-বিতর্কের পুনরাবৃত্তি হবে না বলে আশা প্রকাশ করল ভারত।
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ নিজে সব টুইট প্রত্যক্ষ করেন এবং তাঁর কাছে আসা যাবতীয় অভিযোগের জবাব দেন।
তিনি যোগ করেন, এই প্রেক্ষিতেই সুষমার কাছে খবর পৌঁছয় যে, আমাজন কানাডা ওয়েবসাইটে ভারতকে অপমান করা হয়েছে। জাতীয় পতাকার আদলে তেরঙা পাপোস বিক্রি করা হচ্ছে।
স্বরূপ জানান, এই খবর মিলতেই, আমাজন কর্তৃপক্ষের কাছে তিনি ক্ষমা দাবি করেন। পাশাপাশি, ওই বিতর্কিত পাপোসের ছবি অবিলম্বে ওয়েবসাইট থেকে সরানোর দাবিও তোলেন।
তিনি হুঁশিয়ারি দেন, আশানুরূপ ব্যবস্থা না নেওয়া হলে, ভবিষ্যতে কোনও আমাজন আধিকারিককে এদেশের ভিসা দেওয়া হবে না। একইসঙ্গে, যাঁদের দেওয়া হয়েছে, তাঁদেরটাও বাতিল করা হবে।
পরের দিনই আমাজনের ভাইস প্রেসিডেন্ট এবং কান্ট্রি হেড চিঠির মাধ্যমে সুষমার কাছে ক্ষমা চান। উপরন্তু জানিয়েও দেন, ওই তেরঙা পাপোসটি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এদিন স্বরূপ জানান, আমাজন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। একইসঙ্গে, আশা করছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে ঘটবে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)